ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

প্রকাশিত: ০৯:২০, ১৪ জুন ২০১৯

 বগুড়ায় ২৪ ঘণ্টা  গ্যাস সরবরাহ  বন্ধ

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় প্রাকৃতিক গ্যাস সংযোগের গ্রাহকদের (বিশেষ করে গৃহবধূদের) বিড়ম্বনা। মুচকি হাসছে খড়ির ও চারকোলের চুলার হোটেল মালিকরা। পশ্চিমাঞ্চলীয় গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) জানিয়েছে বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার মধ্যরাত ১২ পর্যন্ত টানা ২৪ ঘণ্টা বগুড়াসহ পিজিসিএলের আওতাভুক্ত উত্তর-পশ্চিমাঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। কারণ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে সয়েদাবাদ এলাকায় পিজিসিএলের ভাল্ব লাইনের ৩০ ইঞ্চি ব্যাসের গ্যাস লাইনের ত্রুটি মেরামত, রক্ষণাবেক্ষণ ও কারিগরি কাজ হবে। নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ শুরু হবে। বাসাবাড়িতে যারা প্রাকৃতিক গ্যাসের চুলায় রান্নায় দীর্ঘদিনের অভ্যস্থ তাদের মাথায় বাজ পড়ার মতো অবস্থা। বৃহস্পতিবার সকাল থেকেই বাড়তি রান্না শুরু করে দিয়েছেন গৃহবধূরা। কয়েকজন বললেন, তরকারি না হয় রান্না করে ফ্রিজে রাখা গেল, ভাত রাখলে তো বাসি হয়ে যাবে। কেউ খিচুরি রান্না করে রেখে দিচ্ছে। যাদের বাড়িতে এলপিজিতে রান্না হয় তারা কিছুটা সুবিধায় আছে। তবে এসব বাড়িতে রান্নার জন্য কেউ চড়াও না হলেই হয়। যে হোটেলগুলোতে গ্যাস সংযোগ আছে তারাও পড়েছে বিপাকে। ২৪ ঘণ্টা কোন কিছু বানানো যাবে না। তবে যে হোটেলগুলোতে খড়ি ও চোরকোলের চুলায় রান্না হয় তারা গোঁফে তা দিয়ে অপেক্ষা করছেন। বেচাকেনা হয়তো ভালই হবে।
×