ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সান্তাহারে তিন মাস পেনশন ভাতা পাচ্ছেন না চার শত রেল কর্মচারী

প্রকাশিত: ০৯:১৮, ১৪ জুন ২০১৯

  সান্তাহারে তিন মাস পেনশন ভাতা পাচ্ছেন না চার শত  রেল কর্মচারী

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ১৩ জুন ॥ তিন মাস ধরে পেনশন পাচ্ছে না সান্তাহার রেলওয়ের প্রায় চার শত অবসর প্রাপ্ত কর্মচারি। পাশাপাশি তাদের ভাগ্যে জোটেনি ঈদ বোনাস ও বৈশাখী ভাতা। এসব কর্মচারিদের পোস্ট অফিসের মাধ্যমে পেনশন ও ভাতা প্রদান করেন রেলওয়ে কর্তৃপক্ষ। পেনশনের ওপর নির্ভরশীল এই পরিবারগুলো তিন মাসের পেনশন ও ভাতা’র টাকা না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতন জীবন যাপন করছেন। জানা গেছে, রেলওয়ে পশ্চিমঞ্চলের সান্তাহার জংশনের স্টেশনের বিভিন্ন দপ্তর থেকে অবসর নেয়া প্রায় চার শত কর্মচারি পোস্ট অফিসের মাধ্যমে পেনশনের টাকা পেয়ে থাকেন। রাজশাহীর প্রধান পোস্ট অফিস থেকে এসব কর্মচারিদের পেনশন ও সব ধরনের ভাতা বাবদ টাকা সান্তাহার পোস্ট অফিসে পাঠানো হয়। এভাবে তারা নিয়মিত ভাবে পেয়ে আসছিলেন কিন্তু মার্চ, এপ্রিল ও মে মাসের পেনশন, বৈশাখী ভাতা ও ঈদুল ফিতরের বোনাস পায়নি। সান্তাহার রেলওয়ের নিরাপত্তাবাহিনীর অবসর প্রাপ্ত প্রহরী আব্দুস ছামাদ, পিওয়ে বিভাগের কর্মচারি হাফিজার রহমান, সুজন প্রামানিকসহ কয়েকজন বলেন, আমরা সান্তাহারের চার শত অবসরপ্রাপ্ত কর্মচারি ৩ মাস যাবত পেনশন পাইনি এমনকি বৈশাখী ভাতা ও ঈদ বোনাস আমাদের ভাগ্যে জোটেনি। আমদের সংসার চলছেনা, টাকা অভাবে সদ্যগত ঈদুল ফিতরে সন্তানদের নতুন পোশাক কিনে দিতে পারিনি। এবিষয়ে রাজশাহীর প্রধান পোস্ট অফিসে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বলা হয় যে, এক্ষেত্রে পোস্ট অফিসের কোন গাফলতি নেই। রেলওয়ে সংশ্লিষ্ট দপ্তর সময় মত টাকা দিতে না পারায় আমরা প্রতি মাসের টাকা পাঠাতে পারি না। রেলওয়ে রাজশাহীর মহাব্যবস্থাপক একেএম শহিদুল ইসলাম বলেন, রেলওয়ে রাজশাহী অঞ্চলের অর্থ বিভাগের দুই কর্মকর্তা না থাকায় এধরনের জটিলতা সৃষ্টি হতে পারে।
×