ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় জলবায়ু মেলা

প্রকাশিত: ০৯:১৮, ১৪ জুন ২০১৯

 গাইবান্ধায় জলবায়ু মেলা

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৩ জুন ॥ জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পৌর শহীদ মিনার চত্বরে বৃহস্পতিবার থেকে দু’দিনব্যাপী জলবায়ু মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবদুল মতিন। মেলার উদ্বোধনী দিনে মেলা চত্বরে গ্রামীণ লাঠি খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এই মেলায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পৌর পার্কে ৩১টি স্টল খোলা হয়েছে। এ সমস্ত স্টলে জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলা, সচেতনতা সৃষ্টি সম্পর্কিত লিফলেট প্রদর্শিত হয় ও বিতরণ করা হয়। মেলা চত্বরে দিনব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে ছাত্রছাত্রীদের জন্য ‘জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিকর প্রভাব, প্রকৃতি, বন্যা, নদী ভাঙন, জলোচ্ছাস’ বিষয়ক চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা।
×