ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লক্ষাধিক টাকার ওষুধ জব্দ

প্রকাশিত: ০৯:১৬, ১৪ জুন ২০১৯

 লক্ষাধিক টাকার  ওষুধ জব্দ

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহরের অন্যতম ওষুধের মার্কেট- খান মার্কেটে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সরকারী ওষুধসহ অবৈধপথে আসা লক্ষাধিক টাকা মূল্যের ওষুধ আটক ও ৩টি ওষুধ ফার্মাসিকে জরিমানা করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ড্রাগ সুপারসহ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা অংশ নেন। বগুড়া ড্রাগ সুপার আহসান হাবিব জানান, গোপন সূত্রে খবর পেয়ে একতা মেডিসিন সাপ্লাই,পল্লী ফার্মেসি ও মোমিন ফার্মেসি নামে ৩টি ওষুধের দোকানের গোডাউনে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে ভারত থেকে অবৈধপথে আসা এ্যান্টি এলার্জিক ও যৌন উত্তেজক ওষুধসহ জন্ম নিয়ন্ত্রণের জন্য বিনামূল্যে সরবরাহের জন্য সরকারী ওষুধ (ইনজেকশন) পাওয়া যায়।
×