ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দু’জন সাসপেন্ড ভারতে সাংবাদিকের মুখের ওপর পুলিশের মূত্রত্যাগ

প্রকাশিত: ০৯:০৩, ১৪ জুন ২০১৯

 দু’জন সাসপেন্ড ভারতে সাংবাদিকের মুখের ওপর পুলিশের মূত্রত্যাগ

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সমালোচনা করায় কয়েক সাংবাদিকের জেলে পুরার ঘটনার রেশ না কাটতেই মঙ্গলবার অপর এক সাংবাদিককে মারধর এবং তার মুখে প্রস্রাব করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে অমিত শর্মা নামের এক সাংবাদিক প্রদেশটির শামলি এলাকায় একটি রেলের লাইনচ্যুত হওয়ার খবর সংগ্রহে যান। বিষয়টি টের পেয়ে রেলওয়ে পুলিশের কয়েক সদস্য অমিত শর্মাকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে আনেন। কয়েকজন রেলওয়ে পুলিশ এই সাংবাদিককে বেধড়ক পেটান। খবর এনডিটিভি ও ইন্ডিয়া টুডে অনলাইনের। এরপর এক সিনিয়র অফিসার এসে অমিত শর্মার মুখের ওপর প্রস্রাব করেন ও এই সাংবাদিকের ক্যামেরাসহ অন্যান্য সরঞ্জাম ভেঙ্গে ফেলেন। অমিত শর্মা ভারতের প্রখ্যাত টেলিভিশন চ্যানেল নিউজ টুয়েন্টিফোরের একজন স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। উত্তর প্রদেশ পুলিশ বিভাগ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে রাকেশ কুমার ও সঞ্জয় পাওয়ার নামের দুইজন পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
×