ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অবৈধ অভিবাসন বন্ধে প্রেসিডেন্টের বিমান বিক্রি করবে মেক্সিকো

প্রকাশিত: ০৯:০৩, ১৪ জুন ২০১৯

 অবৈধ অভিবাসন বন্ধে প্রেসিডেন্টের বিমান বিক্রি করবে মেক্সিকো

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওবরেডার বুধবার এক সংবাদ সম্মেলনে অবৈধ অভিবাসন বন্ধ করতে প্রেসিডেন্টের বিমান বিক্রি থেকে অর্জিত মুনাফা ব্যবহারের অঙ্গীকার করেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি এসব কথা বলেন। খবর বিবিসির। ওবরেডার বলেন, চুক্তি মানতে হলে ব্যাপক খরচ হবে। তার যোগান দিতে অর্থের প্রয়োজন। যেজন্য বিলাসবহুল বিমানটি বিক্রি করে দেয়া হবে। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানের আনুমানিক মূল্য ১৫ কোটি মার্কিন ডলার (১২ কোটি পাউন্ড)। এটি বিক্রি করে আমরা যা পাব, তা থেকে প্রয়োজনীয় অর্থায়ন করা সম্ভব। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসিডেন্টের বিমান বিক্রির সিদ্ধান্ত নিয়ে অনেকে সমালোচনা করেছেন এবং বিমান বিক্রির মাধ্যমে অর্থায়নের ধারণারও নিন্দা জানিয়েছেন। তাদের বক্তব্য হচ্ছে, দেশটির করদাতাদের অর্থে কেনা বিমান বিক্রি করে এখন অবৈধ অভিবাসীদের জন্য ব্যয় করা হবে।
×