ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আগ্রা আদালতে বার কাউন্সিল সভাপতিকে গুলি করে হত্যা

প্রকাশিত: ০৯:০২, ১৪ জুন ২০১৯

  আগ্রা আদালতে বার কাউন্সিল সভাপতিকে গুলি করে হত্যা

ভারতে উত্তর প্রদেশের প্রথম নারী বার কাউন্সিল সভাপতি দরবেশ যাদবকে আদালতেই গুলি করে খুন করেছেন তার সহকর্মী মনীশ শর্মা। দু’দিন আগেই বার কাউন্সিল সভাপতি নির্বাচিত হয়েছিলেন দরবেশ। বুধবার আগ্রা কোর্টে হাজির হয়েছিলেন তিনি। দুপুর আড়াইটার দিকে তাকে গুলি করা হয়। এরপর আততায়ী নিজেও আত্মহত্যা করার চেষ্টা করে। পুলিশ জানিয়েছে, দুজনকেই হাসপাতালে নেয়া হলে দরবেশের মৃত্যু হয়। আর মনীশ শর্মার চিকিৎসা চলছে। তার অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। দরবেশ সদ্যই বার কাউন্সিলের সভাপতি হওয়ায় তাকে সংবর্ধনার জন্য আদালতে ডেকেছিলেন আইনজীবীরা। অনুষ্ঠান শুরুর আগে দিয়ে মনীশ শর্মা হঠাৎ দাঁড়িয়ে বন্দুক বের করে দরবেশকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়েন। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।-ওয়েবসাইট
×