ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসী হামলায় নিহত ৫ জওয়ান

প্রকাশিত: ০৯:০২, ১৪ জুন ২০১৯

  কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসী হামলায় নিহত ৫  জওয়ান

ফের অশান্ত জম্মু ও কাশ্মীর। এবার অনন্তনাগে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) পাঁচ জওয়ান। আহত হয়েছেন আরও পাঁচজন। এ বছর কাশ্মীরে পুলওয়ামায় হামলার পর বুধবার জম্মু-কাশ্মীরে এ সন্ত্রাসী হামলা হলো। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানী জঙ্গী সংগঠন আল-উমর মুজাহিদীন। কয়েকটি প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সিআরপিএফ দলটির ওপর গুলি ও গ্রেনেড হামলা চালায় দুই সন্ত্রাসী। পরে নিরাপত্তারক্ষীদের পাল্টা গুলিতে এক সন্ত্রাসী নিহত হয়। বুধবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে ব্যস্ত কেপি চকের কাছে বাসস্ট্যান্ডে টহল দিচ্ছিলেন সিআরপিএফ জওয়ানরা। সে সময় মোটরসাইকেলে চড়ে কালো কাপড়ে মুখ ঢেকে সেখানে আসে দুই জঙ্গী। জওয়ানদের লক্ষ্য করে তারা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। ছোড়া হয় গ্রেনেডও। এতে পাঁচজন জওয়ান নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদের শ্রীনগর নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় আর কোন জঙ্গী লুকিয়ে রয়েছে কি না তাও দেখা হচ্ছে। -ওয়েবসাইট
×