ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লভ্যাংশ আয়ের কর মওকুফের পরিধি বাড়ছে

প্রকাশিত: ০৬:৩৭, ১৩ জুন ২০১৯

 লভ্যাংশ আয়ের কর মওকুফের পরিধি বাড়ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৯-২০ অর্থবছরের বাজেটে শেয়ারবাজারের জন্য লভ্যাংশের ক্ষেত্রে প্রণোদনার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় তিনি এ প্রস্তাব করেছেন। অর্থমন্ত্রী, বাজেটে তালিকাভুক্ত কোম্পানির জন্য ৫০ হাজার টাকা পর্যন্ত লভ্যাংশ আয়কে করমুক্ত রাখার প্রস্তাব করেছেন। এছাড়া ব্যক্তি বিনিয়োগকারীদের করমুক্ত লভ্যাংশ সীমা ২৫ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার প্রস্তাব করেছেন। একইসঙ্গে তালিকাভুক্ত দেশী ও বিদেশীসহ সকল কোম্পানির শেয়ার থেকে প্রাপ্ত লভ্যাংশের উপর দ্বৈত কর পরিহারের ঘোষণা দিয়েছেন। আর শেয়ারবাজারে বিনিয়োগকে উৎসাহিত করার জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। এদিকে শেয়ারবাজারের কোন রুগ্ন কোম্পানিকে শক্তিশালী কোম্পানির মাধ্যমে আত্মীকরন করার বিষয়ে বিবেচনা করা যেতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। প্রয়োজনে দরকষাকষির মাধ্যমে কিছুটা বিনিয়োগ সুবিধা দিয়ে হলেও এ কাজের বাস্তবায়নের মাধ্যমে শেয়ারবাজার শক্তিশালী অবস্থানে আসবে বলে তিনি মনে করেন।
×