ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তিন নয়া ব্রিটিশ কোচ বাফুফে একাডেমিতে

প্রকাশিত: ০৬:৩৬, ১৩ জুন ২০১৯

 তিন নয়া ব্রিটিশ কোচ বাফুফে একাডেমিতে

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তত্বাবধানে ‘বাফুফে ফুটবল একাডেমি’ পরিচালিত হয়ে আসছে। ঢাকার বাড্ডার বেরাইদে অবস্থিত এই ফুটবল একাডেমিতে তিন ব্রিটিশ ফুটবল কোচ এ্যান্ড্রু পিটার টার্নার, রবার্ট ম্যারিন রাইলস এবং রবার্ট এ্যান্ড্রু মিমস ইতোমধ্যেই দায়িত্ব গ্রহণ করেছেন। তাদেরকে বৃহস্পতিবার বাফুফে ভবনেরর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের কাছে পরিচয় করিয়ে দেয়া হয়। টার্নার কাজ করবেন একাডেমির প্রধান কোচ হিসেবে। জাতীয় যুব দলের কোচ হিসেবে কাজ করবেন রাইলস। আর গোলরক্ষক কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মিমস। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই তিন কোচের সঙ্গে এক বছরের জন্য চুত্তি করেছে বাফুফে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, বাফুফের টেকনিক্যাল এ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি এবং জাতীয় ফুটবল দলের সহকারী কোচ স্টুয়ার্ট পল ওয়াটকিন্স।
×