ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যশোরে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম হ্রাস বিষয়ক মতবিনিময় সভা

প্রকাশিত: ০৬:৩০, ১৩ জুন ২০১৯

  যশোরে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম হ্রাস বিষয়ক মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম হ্রাসের মাধ্যমে শিশুর সুরক্ষা ও উন্নয়ন সাধন প্রকল্পের আওতায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার যশোরের একটি রেস্টুরেন্টে আব্দুর রশিদ খান ঠাকুর ফাউন্ডেশন এ সভার আয়োজন করে। বিশিষ্ট শিক্ষাবিদ খন্দকার মুকছুদুল হকের সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য দেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রদীপ মার্সেল রোজারিও। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সখিনা খাতুন, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা সাঈদুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক খন্দকার জাকির হোসেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক রাহেনুর ইসলাম, জেলা সহকারী তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম, যশোর পৌরসভার সাবেক কমিশনার কাজী নাজির আহম্মেদ মুন্নু, যশোর সাংবাদিক ইউনিয়ন জেইউজে’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যশোর জিলা স্কুলের সহকারী শিক্ষক জামাল উদ্দিন, টিটিসি জব প্লেসমেন্ট সেল ইনচার্জ প্রদীপ কুমার কর, এডাব’র সাধারণ সম্পাদক শাহজাহান নান্নু, ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী আব্দুর রহমান, শ্রমিক নেতা আবু জাফর বাচ্চু, কর্মজীবী শিশু মিথিলা প্রমুখ।
×