ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে টেলিভিশন সাংবাদিকদের নিয়ে তিন দিনের কর্মশালা

প্রকাশিত: ০৬:১১, ১৩ জুন ২০১৯

খাগড়াছড়িতে টেলিভিশন সাংবাদিকদের নিয়ে তিন দিনের কর্মশালা

খাগড়াছড়িতে টেলিভিশন সাংবাদিকদের নিয়ে তিন দিনের কর্মশালা খাগড়াছড়ি প্রতিনিধি ॥ শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম ৫ম পর্যায়ে প্রকল্পের আওতায় খাগড়াছড়িতে টেলিভিশন সাংবাদিকদের নিয়ে তিন দিনের প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে। আজ বৃহস্পাতিবার সকালে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে খাগড়াছড়ি প্রেসক্লাবের হল রুমে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। জাতীয় গনমাধ্যম ইনিস্টিটিউটের প্রোগ্রামার মো. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সাধারন সম্পাদক আবু তাহের মুহাম্মদ, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল উপস্থিত ছিলেন। তিনদিনব্যাপী এই কর্মশালায় খাগড়াছড়ি জেলায় কর্মরত বিভিন্ন টেলিভিশনের ২৮ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
×