ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নীলফামারীতে রংপুরের নবাগত বিভাগীয় কমিশনারের মতবিনিময়

প্রকাশিত: ০২:৪৫, ১৩ জুন ২০১৯

নীলফামারীতে রংপুরের নবাগত বিভাগীয় কমিশনারের মতবিনিময়

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ রংপুর বিভাগের নবাগত বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম নীলফমারী জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভা করেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা হতে দুপুর একটা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান, নীলফামারী চেম্বারের সহসভাপতি ফরহানুল হক, সাবেক দুই চেম্বার সভাপতি এসএম সফিকুল ইসলাম ডাবলু, আব্দুল ওয়াহেদ সরকার, মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, সাবেক অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম ,জেলা সদরের উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, জলঢকা উপজেলা চেয়ারম্যান আব্দুর ওয়াহেদ বাহাদুর প্রমুখ। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন অকিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম। মতবিনিময় সভায় জেলা ও উপজেলা পর্যায়ে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে বক্তরা জেলার চিলাহাটি স্থল বন্দর ও ঢাকাগামী বিরতীহীন রেল সুবিধা বৃদ্ধি, যানজট নিরসনে শহরের প্রধান সড়কটি প্রস্তস্থ করনের দাবি করে। নবাগত বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম রংপুর বিভাগের আট জেলার উন্নয়ন, সম্ভাবনা ও চলমান উন্নয়ন নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত এবং সবার সহযোগিতা কামনা করেন।
×