ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নজর থাকবে বোল্ট ও পান্ডিয়ার ওপর

প্রকাশিত: ১১:২৬, ১৩ জুন ২০১৯

 নজর থাকবে বোল্ট ও পান্ডিয়ার ওপর

স্পোর্টস রিপোর্টার ॥ দুই শক্তিশালী প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের শুরুটা চমৎকার করেছেন বিরাট কোহলিরা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই চমকপ্রদ পারফর্মেন্স করেছেন ভারতীয় ক্রিকেটাররা। অনেকেই এখন বিশ্বকাপের ফাইনালে ভারতকে দেখছেন। যদিও অধিনায়ক কোহলির মতে, ফাইনালের বিষয়ে এখনই কথা বলা উচিত নয়। দিল্লী এখনও বহু দূর। আজ বৃহস্পতিবারের নিউজিল্যান্ড ম্যাচকেই ফোকাস করছে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে ভারতের পরীক্ষা নিতে তৈরি কিউয়িরাও। এই মাঠের পিচ মূলত ব্যাটিং সহায়ক। ফলে আজ আরও একটি হাইস্কোরিং ম্যাচ হবে বলে মনে করা হচ্ছে। কেউ কাউকে ছাড় দেবে না। ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচে প্রধান যুদ্ধ কাদের সঙ্গে হতে চলেছে? সবাই বলবেন ট্রেন্ট বোল্ট বনাম ভারতীয় টপঅর্ডার। আঙ্গুলের চোটের ছিটকে গেছেন শিখর ধাওয়ান। এই সময়ের মধ্যে একাধিক ম্যাচ খেলতে পারবেন না তিনি। ধাওয়ানের না থাকা ভারতীয় দলের কাছে খুব বড় ধাক্কা। ধাওয়ান ছিটকে যাওয়ায় ভারতীয় ব্যাটিংয়ের ভারসাম্যই নষ্ট হয়ে গেছে বলে মনে করা হচ্ছে। এদিকে চলতি বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। বোল্টের বিষ শুরুতেই শুষে নিতে পারতেন শিখর। তিনি না থাকায় বোল্টের আগুন সামলাতে হবে বাকিদের। কোহালিরা কীভাবে বোল্টকে সামলান সেটাই দেখার। নিউজিল্যান্ডের মিডল অর্ডার খুবই শক্তিশালী। কেন উইলিয়ামসন, রস টেইলর, টম লাথামের মতো তারকা ব্যাটসম্যান দিয়ে সাজানো কিউই মিডল অর্ডার। উইলিয়ামসন আর টেইলরের পার্টনারশিপ একাধিকবার জয় এনে দিয়েছে নিউজিল্যান্ডকে। অন্যদিকে, কুলদীপ ও চাহালের ঘূর্ণি যে কোন প্রতিপক্ষের মিডল অর্ডার ভাঙ্গতে পারে। চলতি বিশ্বকাপে চাহাল ধাঁধার সমাধান করতে পারেনি দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। এই ম্যাচে কুল-চা কিউইদের মিডল অর্ডারের পরীক্ষা নেবেন, তা এখনই বলে দেয়া যায়। হার্দিক পান্ডিয়া বনাম মিচেল স্যান্টনার- পেশি শক্তি বনাম বুদ্ধিমত্তার লড়াইয়ে জিতবে কে? মিচেল স্যান্টনারকে বুদ্ধিদীপ্ত স্পিনার হিসেবেই চেনে ক্রিকেটবিশ্ব। লাইন, লেন্থ ও বোলিং স্পিডে মিশ্রণ এনে বারবার ব্যাটসম্যানদের থামিয়েছেন তিনি। হার্দিক যে কোন মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন। স্পিনারদের গ্যালারিতে আছড়ে ফেলতে দক্ষ তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে জমবে পান্ডিয়া ও স্যান্টনারের লড়াই।
×