ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তাড়াশে সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

প্রকাশিত: ০৯:৪৪, ১৩ জুন ২০১৯

 তাড়াশে সমাজসেবা  কর্মকর্তার বিরুদ্ধে  যৌন হয়রানির  অভিযোগ

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ তাড়াশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহাদৎ হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। যৌন হয়রানির শিকার দুই মহিলা মাঠকর্মী উপ-পরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন । জানা যায়, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহাদৎ হোসেন কর্তৃক ওই অফিসে কর্মরত অভিযোগকারী দুই মহিলাকে দীর্ঘদিন যাবত যৌন হয়রানি করে আসছেন। অভিযোগের মধ্যে রয়েছে, মহিলা কর্মচারীদের কুপ্রস্তাব দেয়া, অকারণে মহিলা কর্মীদের তার টেবিলে বসিয়ে রেখে শারীরিক সেবা করতে বলা, বাইরে থেকে অপরিচিত মহিলাকে অফিসে নিয়ে এসে বাথরুমে ঢুকিয়ে খারাপ কাজ করা, বেছে বেছে সুন্দরী মহিলাদের ঋণ দিতে বলা, কোন কোন ঋণ গ্রহিতা মহিলার বাসায় গিয়ে দাওয়াত খাওয়া, বহিরাগত মেয়েদেরকে অফিসে এনে আড্ডা দেয়া, প্রতিবন্ধী মহিলা শিশুদের স্পর্শকাতর স্থানে হাত দেয়া ও নারী সঙ্গী নিয়ে মহিলা কর্মীদের বাসায় একান্তে থাকতে চাওয়াসহ বিভিন্ন অভিযোগ। এ প্রসঙ্গে যৌন হয়রানির শিকার তাড়াশ সমাজসেবা অফিসের কারিগরি প্রশিক্ষক রাশেদা বেগম বলেন, এসব প্রস্তাবে রাজি না হলে দূরে বদলি করার হুমকি দিয়ে চাকরি নিয়ে নানা জটিলতা সৃষ্টি করেন । অপর অভিযোগকারী কারিগরি প্রশিক্ষক মোছাঃ শামীমা নার্গিস বলেন, অফিসের বস হিসেবে প্রায়ই তিনি আমাকে তার দফতরে ডেকে নিয়ে গিয়ে বলেন, আমার সেবা যতœ করাই আপনাদের কাজ। অফিসের কাজ পরে করলেও চলবে ।
×