ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খুলনায় গৃহবধূ হত্যা মামলায় আসামির মৃত্যুদন্ড

প্রকাশিত: ০৯:৪০, ১৩ জুন ২০১৯

 খুলনায় গৃহবধূ হত্যা মামলায় আসামির মৃত্যুদন্ড

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ দিঘলিয়া উপজেলার চন্দনীমহল গ্রামের গৃহবধূ হালিমা বেগম হত্যা মামলায় একমাত্র আসামি রফিকুল ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। পাশপাশি ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। বুধবার দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ মোঃ মশিউর রহমান এ রায় ঘোষণা করেন। উল্লেখ্য, ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর চন্দনীমহল গ্রামের বাসিন্দা জুটমিল শ্রমিক রফিকুল ইসলাম একই গ্রামের মোহাম্মদ জিন্নাত আলী শেখের বাড়িতে যায়। সেখানে গিয়ে জিন্নাতের স্ত্রী হালিমা বেগমের কাছে পাঁচ হাজার টাকা ধার চায়। হালিমা বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে বাদানুবাদের একপর্যায়ে তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে।
×