ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে ছুরিকাঘাতে নিহত ১

প্রকাশিত: ০৯:৩৯, ১৩ জুন ২০১৯

  মুন্সীগঞ্জে ছুরিকাঘাতে নিহত ১

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে এক মাদকসেবীর ছুরিকাঘাতে মোঃ শাহজালাল (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার শহরের হাটলক্ষ্মীগঞ্জের বৌবাজারে মাদকসেবী কবির হোসেন প্রকাশ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত ডাক্তার আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। এ্যাম্বুলেন্সযোগে ঢামেকে নেয়ার পথে শাহজালাল মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ৩ সন্তানের জনক শাহজালাল হাটলক্ষীগঞ্জের মোঃ উকিল উদ্দিন মোল্লার ছেলে। পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় হাটলক্ষীগঞ্জে আনসার আলীর ছেলে মাদকসেবী কবির হোসেনকে ভাল হওয়ার পরামর্শ দেয় শাহজালাল। এতে শাহাজাল ও কবিরের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। ওই ঘটনার জের ধরে ক্ষুব্ধ কবির হোসেন বুধবার সকালে প্রকাশ্যে বৌবাজারে শাহজালালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। লালপুরে ব্যবসায়ী সংবাদদাতা লালপুর (নাটোর) থেকে জানান, লালপুর উপজেলার গোপালপুর পৌরসভা এলাকায় প্রকাশ্য দিবালোকে অলোক বাগচি (৫৫) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করছে দুর্বৃত্তরা। বুধবার বিকেলে উপজেলার গোপালপুর পৌরসভা এলাকার তোপাকাটা-বিজয়পুর সড়কে এ ঘটনা ঘটে। নিহত অলোক বাগচি পৌরসভা এলাকার ঠাকুরবাড়ি মহল্লার সুনীল বাগচির ছেলে। জানা যায়, বুধবার বিকেল ২টা ৩০ মিনিটের দিকে অলোক বাগচি রাস্তায় যাওয়ার পথে তোপাকাটা-বিজয়পুর সড়কে দুর্বৃত্তরা দুই রাউন্ড গুলি করে তাকে ফেলে রেখে যায়। তার চিৎকারে এলাকার লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে একটি বেসরাকারী হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়ায় শিশু স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, নিখোঁজের একদিন পর ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি পুকুর থেকে রায়হান (৫) নামে এক শিশুর মরদহে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে শহরের মেড্ডা থেকে মরদহেটি উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। সে ওই এলাকার রানা মিয়ার ছেলে। ব্রাহ্মণবাড়িয়া ১নং ফাঁড়ির ইনর্চাজ মোঃ নূরুজ্জামান জানান, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে শিশু রায়হানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আত্মীয়স্বজন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খোঁজখবর নেয়ার পর অবশেষে মাইকিং করা হয়। পরে গভীর রাতে পুকুরে তার মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন তার পরিবারকে খবর দেয়। আশুলিয়ায় গৃহবধূ সংবাদদাতা সাভার থেকে জানান, আশুলিয়ায় জেসমিন বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছে তার পাষন্ড স্বামী। বুধবার দুপুরে আশুলিয়ার মির্জানগরের খালেক মিয়ার বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ঘাতক স্বামী। নিহত গৃহবধূ পোশাক কারখানার শ্রমিক। তার গ্রামের বাড়ি ধামরাইয়ের কালামপুরে। তবে পলাতক স্বামীর কোন পরিচয় পাওয়া যায়নি। গাজীপুরে আনসারের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, সফিপুর আনসার একাডেমি থেকে প্রশিক্ষণরত এক আনসার সদস্যের ঝুলন্ত লাশ বুধবার উদ্ধার করেছে পুলিশ। তার নাম দীনবন্ধু বিশ্বাস (২৪)। তিনি কুষ্টিয়ার কুমারখালী থানার নন্দীগ্রাম এলাকার বিমল কুমার বিশ্বাসের ছেলে। তিনি আনসার একাডেমিতে মৌলিক প্রশিক্ষণরত ছিলেন। কালিয়াকৈর থানার এসআই আতিকুর রহমান রাসেল ও একাডেমির আনসার সদস্যরা জানান, কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমিতে ৭০ দিনের মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন দীনবন্ধু বিশ্বাস। বুধবার তার মৌলিক প্রশিক্ষণের ছিল ৫৯তম দিন। এদিন সকালে আনসার একাডেমিতে প্রশিক্ষণকালে পিটি প্যারেডের পর নাস্তার জন্য বিরতি দেয়া হয়। এ সময় দীনবন্ধু বিশ্বাস একাডেমি ক্যাম্পাসের ৬নং ব্যারাক ভবনের দ্বিতীয় তলার পূর্বপাশের ১নং টয়লেটে যান। এরপর তিনি আর ফিরে আসেননি। দীর্ঘ সময়ে ফিরে না আসায় তার খোঁজে সহকর্মীরা ওই টয়লেটে যায়। এ সময় তারা টয়লেটের সেনিটারি পাইপের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় দীনবন্ধু বিশ্বাসের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানায়।
×