ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কিশোরীগঞ্জে ১ কোটি ৭০ লাখ টাকা বিদ্যুত বিল বকেয়া

প্রকাশিত: ০৯:৩৮, ১৩ জুন ২০১৯

 কিশোরীগঞ্জে ১ কোটি ৭০ লাখ টাকা বিদ্যুত  বিল বকেয়া

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ কিশোরীগঞ্জ উপজেলায় সরকারী-বেসরকারী অফিস ও সাধারণ গ্রাহক মিলে এক কোটি ৭০ লাখ ৪১ হাজার ৫৯ টাকা বিদ্যুত বিল বকেয়া পড়েছে। বুধবার উপজেলার নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিঃ ( নেসকো) এর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। তৎকালীন পিডিবি ও বর্তমানে নেসকোর এই উপজেলার মোট গ্রাহক সংখ্যা ৬ হাজার ৫০৮ জন। বকেয়া বিদ্যুত বিলের পরিমাণ ১ কোটি ৭০ লাখ ৪১ হাজার ৫৯ টাকা। এর মধ্যে ইউএন ও ওয়াটার পাম্প ও স্টিট লাইটের বকেয়া বিদ্যুত বিল পড়েছে ৯ লাখ ৪৮ হাজার ৫৭৯ টাকা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বকেয়া ৩ লাখ ৩২ হাজার ৯৭৬ টাকা, কিশোরীগঞ্জ থানার বকেয়া ১ লাখ ২১ হাজার ২৮ টাকা, উপজেলা সমাজসেবা অফিসের ৬৩ হাজার ২১ টাকা, কিশোরীগঞ্জ কিন্ডার গার্টেন স্কুলের ৭০ হাজার টাকা, সদর ইউনিয়ন পরিষদের ৬৬ হাজার টাকা ও উপজেলা আনছার ভিডিপি অফিসের ২৬ হাজার ২৮৩ টাকা। কিশোরীগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মেজবাহুল হাসান চৌধুরী জানান সরকারী বরাদ্দ না আসার কারণে বিদ্যুত বিল বকেয়া পড়েছে। আমরা বরাদ্দ চেয়ে চিঠি পাঠিয়েছি বরাদ্দ পেলে জুনের মধ্যে সব বিল পরিশোধ করা হবে।
×