ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিলকো ফার্মার ইপিএস অপরিবর্তিত

প্রকাশিত: ০৯:২৯, ১৩ জুন ২০১৯

 সিলকো ফার্মার ইপিএস অপরিবর্তিত

অর্থনৈতিক রিপোর্টার ॥ আজ বৃহস্পতিবার লেনদেন শুরু হতে যাওয়া সিলকো ফার্মাসিউটিক্যালের চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই-১৮ মার্চ ১৯) ব্যবসায় শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় অপরিবর্তিত রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে মুনাফা হয়েছে ৭ কোটি ৮৭ লাখ টাকা বা ইপিএস ১.২২ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একইসময়ে হয়েছিল ৭ কোটি ৮৩ লাখ টাকা বা ইপিএস ১.২২ শতাংশ। এক্ষেত্রে নিট মুনাফায় সামান্য উত্থান হলেও তা ইপিএসে পরিবর্তন আনতে পারেনি। এদিকে ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ১৯) সিলকো ফার্মার মুনাফা হয়েছে ৩ কোটি ৫ লাখ টাকা বা ইপিএস ০.৪৭ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একইসময়ে হয়েছিল ৩ কোটি ১১ লাখ টাকা বা ০.৪৮ টাকা। এ হিসাবে মুনাফা ৬ লাখ টাকা এবং ইপিএস ১ পয়সা কমেছে। উল্লেখ্য, সিলকো ফার্মার চলতি বছরের ৩১ মার্চ শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮.২৬ টাকা। তবে আইপিওতে ইস্যুকৃত ৩ কোটি শেয়ার বিবেচনায় এই সম্পদ কমে দাঁড়াবে ২২.৪৬ টাকায়।
×