ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘কষ্টের স্বর্গে’ টেলিফিল্মে পীযূষ সেন বেনু

প্রকাশিত: ০৯:২৭, ১৩ জুন ২০১৯

 ‘কষ্টের স্বর্গে’ টেলিফিল্মে পীযূষ সেন বেনু

সংস্কৃতি ডেস্ক ॥ কুমিল্লা ইউনিভার্সিটির ভিসি ইমরান চৌধুরী রচিত ‘কষ্টের স্বর্গে’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘কষ্টের স্বর্গে’। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু। টেলিফিল্মের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, মনিরা ইউসুফ মেমি, মিথিলা, টুটুল চৌধুরী প্রমুখ। পাশাপাশি এই টেলিফিল্মে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন বর্তমান সময়ের অন্যতম সম্ভাবনাময় অভিনেতা পীযূষ সেন বেনু। টেলিফিল্মটি প্রসঙ্গে ইমরান চৌধুরী বলেন- ‘কষ্টের স্বর্গে’ আমার ভাল লাগার একটি গল্প। এই গল্পটি একজন সু-প্রতিষ্ঠিত লেখককে নিয়ে রচিত হয়েছে। একজন লেখকের কলমের প্রতি ভালবাসা আর সেই ভালবাসা পাঠকের জীবনে বয়ে আনে নতুন এক অধ্যায়। আর এর মধ্যেয় জীবনের চরম বাস্তবতায় গল্পটি তৈরি করা হয়েছে। কুমিল্লা ইউনিভার্সিটির বিভিন্ন মনোরম লোকেশনসহ দেশের বিভিন্ন জায়গায় টেলিফিল্মটির চিত্রায়ন করা হয়েছে। আমি আশা করছি গতানুগতিক গল্পের বাইয়ে দর্শক নতুন কিছু খুঁজে পাবেন টেলিফিল্মটি ঈদ অনুষ্ঠান মালায় আজ রাত ১১-৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।
×