ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘ট্রাম্প উন তৃতীয় দফা বৈঠক হতে যাচ্ছে’

প্রকাশিত: ০৯:১৫, ১৩ জুন ২০১৯

 ‘ট্রাম্প উন তৃতীয়  দফা বৈঠক  হতে যাচ্ছে’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে তৃতীয় দফা বৈঠকের সম্ভাবনা রয়েছে। তবে এই বৈঠক নির্ভর করছে পিয়ংইয়ংয়ের সদিচ্ছার ওপর। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন এই কথা বলেন। এদিকে একই দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি উত্তর কোরীয় নেতার কাছ থেকে একটি সুন্দর চিঠি পেয়েছেন। ওই চিঠিতে কিম জং উন ট্রাম্পের সঙ্গে তৃতীয় দফা বৈঠকের অভিপ্রায় ব্যক্ত করেন বলে ট্রাম্প দাবি করেছেন। খবর এএফপি ও ওয়েবসাইটের। যদিও উত্তর কোরিয়া এখন পর্যন্ত পারমাণবিক অস্ত্র উৎপাদন নিয়ন্ত্রণ এবং আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করেনি। বোল্টন বলেন, ওয়াশিংটন ক্রমাগতভাবে পিয়ংইয়ংয়ের ওপর পারমাণবিক অস্ত্র উৎপাদন নিয়ন্ত্রণ এবং আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধের জন্য সর্বোচ্চ প্রচার চালিয়ে যাবে। কারণ কিম জং উন এখনও পারমাণবিক অস্ত্র উৎপাদন বন্ধের জন্য কৌশলগত ও যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেননি।
×