ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অপ্রতিরোধ্য স্পেনের টানা চতুর্থ জয়

প্রকাশিত: ১২:৩৩, ১২ জুন ২০১৯

অপ্রতিরোধ্য স্পেনের টানা চতুর্থ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ২০২০ ইউরো বাছাই ফুটবলে অপ্রতিরোধ্য ছন্দে এগিয়ে চলেছে স্পেন। ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা ‘এফ’ গ্রুপ থেকে টানা চার ম্যাচ জিতেছে। সোমবার রাতে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারিয়েছে স্প্যানিশরা। এর ফলে এবারের বাছাইপর্বে প্রথম হারের স্বাদ পেয়েছে সুইডিসরা। বর্তমানে ‘এফ’ গ্রুপে চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন। ৭ পয়েন্ট নিয়ে গোল গড়ে এগিয়ে থেকে দুইয়ে সুইডেন। সমান পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে রোমানিয়া। এই গ্রুপের অন্য ম্যাচে মাল্টার মাঠে ৪-০ গোলে রোমানিয়া ও ফারো আইল্যান্ডসের মাঠে ২-০ গোলে জিতেছে নরওয়ে। পরশু রাতের অন্য ম্যাচে ‘এ’ গ্রুপে চেক প্রজাতন্ত্র ঘরের মাঠে ৩-০ গোলে হারিয়েছে মন্টেনেগ্রোকে। বুলগেরিয়ার মাঠে ৩-২ ব্যবধানে জিতেছে কসোভো। ‘বি’ গ্রুপে ঘরের মাঠে লুক্সেমবার্গকে ১-০ গোলে হারিয়েছে ইউক্রেন। আর সার্বিয়া নিজেদের মাঠে ৪-১ ব্যবধানে পরাজিত করে লিথুয়ানিয়াকে। ‘ডি’ গ্রুপে ঘরের মাঠে জর্জিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ডেনমার্ক। জিব্রাল্টারকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক রিপাবলিক অব আয়ারল্যান্ড। আর ‘জি’ গ্রুপে ইসরাইলকে ৪-০ গোলে উড়িয়ে টানা চতুর্থ জয় পেয়েছে পোল্যান্ড। লাটভিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে সেøাভেনিয়া। ঘরের মাঠে সুইডিসদের বিরুদ্ধে প্রথমার্ধে গোলের দেখা পায়নি স্বাগতিক স্পেন। বিরতির পর সার্জিও রামোসের গোলে স্পেন এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন আলভারো মোরাতা। শেষদিকে তৃতীয় গোলটি করেন মিকেল। নরওয়েকে হারিয়ে বাছাই শুরু করা লুইস এনরিকের দল দ্বিতীয় ম্যাচে মাল্টার বিপক্ষে জিতেছিল। গত শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে ফারো আইল্যান্ডসকে ৪-১ গোলে হারায় তিনবারের ইউরোপ চ্যাম্পিয়নরা। বল দখলের পাশাপাশি আক্রমণে একচেটিয়া আধিপত্য করা স্পেন ৬৪ মিনিটে রামোসের সফল স্পট কিকে এগিয়ে যায়। ফারো আইল্যান্ডসের মাঠেও দলকে এগিয়ে দিয়েছিলেন রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার। ৮৫ মিনিটে আরেকটি পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন বদলি নামা এ্যাটলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড মোরাতা। ম্যাচ শেষের তিন মিনিট আগে কোনাকুনি শটে ব্যবধান ৩-০ করে স্পেনের জয় নিশ্চিত করেন বদলি নামা রিয়াল সোসিয়েদাদের ফরোয়ার্ড মিকেল। আগের ম্যাচে আন্তর্জাতিক ফুটবলে গৌরবময় রেকর্ড গড়েন সার্জিও রামোস। কিংবদন্তি ইকার ক্যাসিয়াসকে টপকে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়েন রিয়াল মাদ্রিদের স্প্যানিশ ডিফেন্ডার। নিজের মাইলফলকের ম্যাচ রাঙ্গাতে মাত্র পাঁচ মিনিট সময় নেন রামোস। ম্যাচের পঞ্চম মিনিটে তার গোলেই লিড নেয় স্প্যানিশরা। স্পেনের হয়ে ১৬৭ ম্যাচ খেলে ১২১ জয় নিয়ে তার আগে শীর্ষে ছিলেন ক্যাসিয়াস। সাবেক সতীর্থকে পেছনে ফেলে রেকর্ড এককভাবে দখলে নিয়েছেন রামোস। বিশ্বরেকর্ড গড়ার পরের ম্যাচে জিতে জয়ের ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছেন রামোস। বর্তমানে তার ম্যাচ জয়ের সংখ্যা ১২৩। ২০০৫ সালে চীনের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় রামোসের। আর তিনটি ম্যাচ খেলতে পারলে ক্যাসিয়াসকে টপকে স্পেনের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও গড়বেন তারকা এ ডিফেন্ডার। রামোস ও ক্যাসিয়াসের পর জয়ের দিক থেকে পরের দুটি স্থানে আছেন স্পেনেরই দুই খেলোয়াড়। তারা হলেনÑ জাভি হার্নান্দেজ (১৩৩ ম্যাচে ১০০) ও আন্দ্রেস ইনিয়েস্তা (১৩১ ম্যাচে ৯৬)। বর্তমানে খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে রামোসের রেকর্ড ভাঙার সম্ভাবনা আছে কেবল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। পর্তুগীজ মহাতারকা এখন পর্যন্ত দেশের জার্সিতে ৯৩ ম্যাচে জয় পেয়েছেন।
×