ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাতীয় মহিলা ক্রিকেটার লতা মণ্ডলের বিশ্বকাপ ভাবনা

‘বাংলাদেশ দলের জন্য মন থেকে ভালবাসা’

প্রকাশিত: ১২:২৮, ১২ জুন ২০১৯

‘বাংলাদেশ দলের জন্য মন থেকে ভালবাসা’

রুমেল খান ॥ গানের শিল্পী লতা। বাংলাদেশের ক্রিকেটেও এই নামে একজন আছেন। ক্রিকেটের শিল্পী লতা। পুরো নাম লতা ম-ল। ক্রিকেটই তার সব। ক্রিকেট তার অন্তরজুড়ে। শুরুতে তার পরিবার (বাবার শচীন্দ্র ম-ল এবং মা আদুরি মণ্ডল) মানতেই পারেনি তার ক্রিকেট খেলা নিয়ে। কিন্তু নিজের ইচ্ছের অপমৃত্যু ঘটতে দেয়নি সেই বালিকাটি। পরে তার ক্রিকেট নৈপুণ্য দেখে সিদ্ধান্ত পাল্টে ফেলেন তারা। সেই মেয়েটি এখন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক অপরিহার্য খেলোয়াড়। তারকা অলরাউন্ডার। চলমান আইসিসি বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলা একটাও ভাল করে দেখতে পারেননি ১৯৯৫ সালের ১৬ জানুয়ারিতে পৃথিবীতে আসা লতা। কারণটা জানালেন ঢাকার মোহাম্মদপুরের এই নিবাসী, ‘আপনি আমাকে এই যে ফোন করেছেন, আমি মাত্রই মিরপুর থেকে অনুশীলন শেষে বাসায় ঢুকলাম। খুবই ক্লান্ত। অনুশীলন এবং অন্যান্য ব্যস্ততার কারণে দুঃখজনকভাবে আমার প্রিয় বাংলাদেশ দলের একটি খেলাও সেভাবে দেখতে পারিনি!’ ২০০৮ সালে জাতীয় দলের ক্যাম্পে ডাকা হলেও প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে আরও বছর তিনেক অপেক্ষা করতে হয় সুদর্শনা লতাকে। ডানহাতি এই ব্যাটার অবশ্য লাল-সবুজ বাহিনীর খেলা না দেখলেও তাদের সব খবরাখবর রাখার চেষ্টা করেন। যতটুকু জেনেছেন, তার আলোকে তিনি জনকণ্ঠেকে জানান, ‘যতদূর মনে হচ্ছে বাংলাদেশ দল এ পর্যন্ত ভালই করেছে। খুব একটা খারাপ তো খেলেনি। আমি আশাবাদী তারা আরা অনেকদূর যাবে। তাদের জন্য শুভকামনা এবং মন থেকে অনেক ভালবাসা।’ এবারের বিশ^কাপে কোন চারটি দল সেমিতে খেলতে পারে? দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম প্লেয়ার অব দ্য ম্যাচ হওয়া লতার ভাষ্য, ‘ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের জোরালো সম্ভাবনা আছে শেষ চারে খেলার। এদের সঙ্গে আমি বাংলাদেশকেও রাখতে চাই। সেই সঙ্গে পাকিস্তানও থাকতে পারে। কারণ দলটি হচ্ছে আনপ্রেডিক্টেবল।’ গত ২০১৫ বিশ্বকাপের আসরে কোন দলগুলোকে সমর্থন করেছিলেন? এই প্রশ্নের জবাবে একটু ক্ষুব্ধ কণ্ঠেই ২২ ওয়ানডে এবং ৩৫টি-টুয়েন্টি ম্যাচ খেলার অধিকারী লতা বলেন, ‘গতবার বাংলাদেশ এবং ভারতকে সমর্থন করেছিলাম। তবে এখন আর তাদের সমর্থন করি না। কারণ তারা বাংলাদেশের সামর্থ্য নিয়ে একাধিকবার আজেবাজে মন্তব্য করেছে। সেই থেকে এই দলের ওপর থেকে মন উঠে গেছে! দলটিকে মোটেও পছন্দ করি না।’ এবারের আসরে স্বীয় নৈপুণ্যে সমুজ্জ্বল হয়ে কোন ক্রিকেটাররা মাঠ মাতাবেন? লতার অভিমত, ‘প্রথমেই বলব আমাদের সাকিব আল হাসানের কথা। ইতোমধ্যেই তিনি সবার চেয়ে বেশি রান করে ফেলেছেন। এছাড়া মেহেদী হাসান মিরাজও ভাল খেলবেন। মাশরাফি মর্তুজা এক গ্রেট ফাইটার। সামনের ম্যাচগুলোতে তার কাছ থেকে সে রকম পারফর্মেন্স দেখার অপেক্ষায় আছি। তার মতো ক্রিকেটার যেভাবে বার বার ইনজুরিতে পড়ে আবার কামব্যাক করেন এবং ভাল খেলেন, সেটা সত্যিই অবিশ^াস্য ও অনুপ্রেরণাদায়ক। বাইরের দেশের ক্রিকেটারদের মধ্যে ভারতের বিরাট কোহলি, শিখর ধাওয়ান, দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির ভাল খেলবেন। নিষেধাজ্ঞা কাটিয়ে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ কেমন করেন, সেটাই এখন দেখার বিষয়।’ অতীতের প্রিয় ক্রিকেটারদের মধ্যে লতার ভাল লাগে বাংলাদেশের আকরাম খান, ফারুক আহমেদ, হাবিবুল বাশার ও ভারতের শচীন টেন্ডুলকরকে। অবসর না নিলেও বর্তমানে জাতীয় দলে নেই, এমন দুজন ক্রিকেটারের খেলা পছন্দ করেন বলে জানান লতা। তারা হলেনÑ মোহাম্মদ আশরাফুল ও নাসির হোসেন। এবারের বিশ্বকাপের সময়সীমা ৪৬ দিন। সময়টা কি বেশি লম্বা? ‘আমার মনে হয় না। এটা ৬০ দিনে হলে ভাল হতো। তাহলে দলগুলো সবাই অনেক চাপমুক্ত, চাঙ্গা ও নির্ভার হয়ে খেলতে পারত।’ লতার অভিমত। ওয়ানডে ক্রিকেট তো এখন বোলারদের চেয়ে ব্যাটসম্যানরাই বেশি সুবিধা পান? এটা কি খেলার ভারসাম্য নষ্ট করছে না? লতার উত্তর, ‘দেখুন, নিয়ম কানুন চেঞ্জ হলে সেটার ওপর তো খেলোয়াড়দের কোন হাত নেই। হ্যাঁ, তবে এটা ঠিক, নিয়ম বদলালে প্রথমদিকে সবাই একটু সমস্যায় পড়ে। তবে এটার সঙ্গে দ্রুতই মানিয়ে নিতে হবে। ব্যাটসম্যানরা যতই সুযোগ-সুবিধা বেশি পেয়ে ছড়ি ঘোরাক না কেন, তাদের আউট করতে কিন্তু বোলারদের মাত্র একটা বলই যথেষ্ট।’
×