ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ব্রিস্টলে বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

প্রকাশিত: ১২:২০, ১২ জুন ২০১৯

ব্রিস্টলে বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডের আবহাওয়ার পূর্বাভাস দেখে দু’দিন আগে থেকেই যে শঙ্কা জেগেছিল, সেটাই সত্যি হয়েছে। বৃষ্টিতে ভেসে গেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার লড়াই। মঙ্গলবার ব্রিস্টলে বিশ্বকাপের ম্যাচটিতে এমন কি টস পর্যন্ত হতে পারেনি। জয়ের জন্য উন্মুখ হয়ে ছিল বাংলাদেশ। টাইগারদের সেই আশায় জল ঢেলে দিয়েছে ইংল্যান্ডের বেরসিক বৃষ্টি। দিনের শুরুতে থেকেই ছিল বৃষ্টি। সঙ্গে ছিল ভারি বাতাস। মাঝে কিছুক্ষণ থামলেও বেলার গড়নোর সঙ্গে সঙ্গে আবার শুরু হয়। সময়ের সঙ্গে বাড়তে থাকে বৃষ্টি দাপট। ফলে স্থানীয় সময় বেলা ১.৫৭ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। পরিত্যক্ত হয়ে যায় ম্যাচ। ফলে ১ পয়েন্ট করে ভাগভাগি করেই দু’দলকে সন্তুষ্ট থাকতে হয়। ৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সাত নম্বরে বাংলাদেশ। ৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে ১৯৯৬ আসরের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ব্রিস্টলে এ নিয়ে টানা দুই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেল। এর আগে শুক্রবার এই মাঠেই শ্রীলঙ্কা ও পাকিস্তানের ম্যাচেও টস সম্ভব হয়নি। এবারের আসরে এখন পর্যন্ত সব মিলিয়ে তিন ম্যাচ পরিত্যক্ত হলো বৃষ্টির বাধায়। গত সোমবার সাউদাম্পটনে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে খেলা হয়েছিল মোটে ৭ ওভার ৩ বল। ১৭ জুন সোমবার টন্টনে নিজেদের পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
×