ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘জীবনমান উন্নয়নের সোপান বাজেট’

প্রকাশিত: ১১:৫৪, ১২ জুন ২০১৯

‘জীবনমান উন্নয়নের সোপান বাজেট’

সংসদ রিপোর্টার ॥ জনগণের জীবনমান উন্নয়নের জন্য বাজেটকে অন্যতম সোপান অভিহিত করেছেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। মঙ্গলবার বিকেলে বাজেট হেল্প ডেস্ক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। সংসদ সদস্যদের বাজেট বক্তৃতায় সহায়তা দিতে জাতীয় সংসদে এই ডেস্ক চালু করা হয়েছে। জাতীয় সংসদ সচিবালয় ও বাজেট এ্যানালাইসিস এ্যান্ড মনিটরিং ইউনিটের (বিএএমইউ) যৌথ উদ্যোগে সংসদ ভবনের উত্তর-পূর্ব ব্লকের ৩য় লেভেলে এই বাজেট হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া, প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহবুব আরা বেগম গিনি, হুইপ সামশুল হক চৌধুরী ও জাতীয় সংসদের সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খানসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×