ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলায় গণফোরামের উদ্বেগ

প্রকাশিত: ১১:৫৩, ১২ জুন ২০১৯

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলায় গণফোরামের উদ্বেগ

স্টাফ রিপোর্টার ॥ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, মন্দির ভাংচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে গণফোরাম। মঙ্গলবার দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেন, দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, মন্দির ভাংচুরের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। বিভিন্ন স্থানে বাড়িঘর, দোকানপাট দখল, প্রতিমা ভাংচুর, নারী নির্যাতনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানান তারা। আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় গভীর নিন্দা জানিয়ে গণফোরাম নেতৃবৃন্দ বলেন, এই সকল বিচারহীনতার অপসংস্কৃতি নিন্দনীয়।
×