ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা প্রত্যাবাসনে কনসাল জেনারেলদের পররাষ্ট্রমন্ত্রীর পত্র

প্রকাশিত: ১১:৫২, ১২ জুন ২০১৯

রোহিঙ্গা প্রত্যাবাসনে কনসাল জেনারেলদের পররাষ্ট্রমন্ত্রীর পত্র

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় বিভিন্ন দেশের সরকার ও সিভিল সোসাইটিকে সংশ্লিষ্ট করার উদ্যোগ নিতে কনসাল জেনারেলদের পত্র দিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি, প্রত্যাবাসন প্রক্রিয়া তদারকিসহ দেশটিতে রোহিঙ্গাদের পুনর্প্রতিষ্ঠায় পৃথিবীর বিভিন্ন দেশের সরকার ও সিভিল সোসাইটিকে সংশ্লিষ্ট করতে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের অনারারি কনসাল জেনারেল এবং বিদেশে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেলদের অনুরোধ করে এই উদ্যোগ নিতে বলা হয়। খবর বাসসর। রোহিঙ্গা ইস্যুতে কূটনীতিকদের সঙ্গে ব্রিফিং আজ ॥ এদিকে বাংলানিউজ জানায়, রোহিঙ্গা সঙ্কটের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরতে বুধবার বিদেশী কূটনীতিকদের ব্রিফিং করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
×