ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু

প্রকাশিত: ০৫:৪৩, ১১ জুন ২০১৯

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু

অনলাইন রিপোর্টার ॥ শুরু হলো জাতীয় সংসদের বাজেট অধিবেশন। মঙ্গলবার (১১ জুন) বিকেল ৫টার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। একাদশ জাতীয় সংসদের এটি তৃতীয় অধিবেশন। এটি হবে একাদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন। এবারের প্রস্তাবিত বাজেটের আকার হতে পারে ৫ লাখ ২৩ হাজার ১শ’ ৯০ কোটি টাকার। আগামী বৃহস্পতিবার (১৩ জুন) ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতবছর ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয় নিয়ে আওয়ামী লীগ টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসে। আওয়ামি লীগের এই মেয়াদের এটা প্রথম বাজেট এবং গত দুই মেয়াদ মিলিয়ে আওয়ামী লীগ সরকারের ১১তম বাজেট। আওয়ামী লীগের এর আগের দুই মেয়াদে টানা ১০টি বাজেট দিয়ে রেকর্ড করেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের এটাই প্রথম বাজেট। এদিন বাজেট পেশের সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদসহ দেশি-বিদেশি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এর আগে ১৯৯৬ সাল থেকে ২০০১ সালের মেয়াদে আওয়ামী লীগ সরকার আরও ৫টি বাজেট প্রণয়ন করে। সে অনুযায়ী এটি হবে আওয়ামী লীগ সরকারের ১৬তম বাজেট।
×