ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রেন স্ট্রোকের সঙ্গে দাঁতের সম্পর্ক!

প্রকাশিত: ০২:৫৯, ১১ জুন ২০১৯

ব্রেন স্ট্রোকের সঙ্গে দাঁতের সম্পর্ক!

অনলাইন ডেস্ক ॥ মস্তিষ্কের রক্তনালীতে রক্ত প্রবাহের ব্যাঘাত ঘটার কারণে ব্রেইন স্ট্রোক হয়ে থাকে। সাধারণত রক্তনালীতে রক্ত জমাট বেঁধে, উচ্চ রক্তচাপের কারণে বা কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়ার কারণে ইচকেমিক স্ট্রোক হয়ে থাকে। ব্রেন স্ট্রোকের কারণে মৃত্যুও হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত দাঁতের যত্ন নিলে প্রাণঘাতী ব্রেন স্ট্রোকও রুখে দেয়া যায়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ‘হার্ভার্ড মেডিকেল স্কুল’-এর বিজ্ঞানীরা দাবি করেছেন, মাথার সঙ্গে দাঁতের শিরা-উপশিরার যোগ রয়েছে। অপরিষ্কার দাঁতের ফাঁকে জন্ম নেওয়া ক্ষতিকারক ব্যাকটিরিয়া মস্তিষ্কের শিরায় রক্ত সঞ্চালনে বাধা দেয়। আর এতেই ব্রেন স্ট্রোকের ঝুঁকি কয়েকগুন বেড়ে যায়। গবেষক দলের প্রধান রবার্ট এইচ স্মার্লিং জানান, শুধু স্ট্রোকই নয়, অপরিষ্কার দাঁত থেকে হৃদরোগের আশঙ্কাও বহুগুন বেড়ে যায়। প্রায় ৬৫ হাজার হৃদরোগীদের ওপর জরিপ চালিয়ে হার্ভার্ড মেডিকেল স্কুলের বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। ব্রেন স্ট্রোক বা হৃদরোগের ঝুঁকি কমিয়ে সুস্থ থাকতে অবশ্যই বছরে একবার দাঁতের ডাক্তারের পরামর্শ নিতে হবে।
×