ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাত গোলে জিতে কোপা মিশনে ব্রাজিল

প্রকাশিত: ১১:৫৫, ১১ জুন ২০১৯

 সাত গোলে জিতে কোপা  মিশনে ব্রাজিল

স্পোর্টস রিপোর্টার ॥ ঘাতক ইনজুরির কারণে দলের অধিনায়ক ও সেরা তারকা নেইমারকে হারিয়েছে ব্রাজিল। দিন কয়েক বাদে কোপা আমেরিকা কাপে পিএসজি তারকাকে ছাড়াই খেলতে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তার আগে অবশ্য মানসিকভাবে নিজেদের চাঙ্গা করে নিয়েছে সেলেসাওরা। শেষ প্রস্তুতি ম্যাচে তারা গোলোৎসব করেছে। রবিবার রাতে হওয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিল। নিজ দেশের পোর্তো এ্যালেগ্রেতে অনুষ্ঠিত ম্যাচে বিজয়ী দলের হয়ে জোড়া গোল করেন ম্যানচেস্টার সিটি তারকা গ্যাব্রিয়েল জেসুস। একটি করে গোল বার্সিলোনার ফিলিপ কুটিনহো, পিএসজির থিয়াগো সিলভা, আয়াক্সের ডেভিড নেরেস, লিভারপুলের রবার্টো ফিরমিনো ও এভারটনের রিশার্লিসন। পুরো ম্যাচেই এক তরফা প্রাধান্য বিস্তার করে খেলে ব্রাজিল। কোন সময়ই মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি হন্ডুরাস। চতুর্থ মিনিটে পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করতে ব্যর্থ হন জেসুস। যে কারণে এগিয়ে যাওয়া হয়নি ব্রাজিলের। তবে প্রথম গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দুই মিনিট পরই স্বাগতিকদের এগিয়ে নেন জেসুস। দানি আলভেসের পোস্টে উঁচু করে বাড়ানো বল হেডে জালে জড়ান ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড। দিন কয়েক আগে কাতারের বিপক্ষে ব্রাজিলের ২-০ ব্যবধানে জেতা প্রীতি ম্যাচেও এক গোল করেছিলেন তিনি। ১৩ মিনিটে বাসিলোনা মিডফিল্ডার কুটিনহোর কর্নারে থিয়াগো সিলভা হেডে ব্যবধান দ্বিগুণ করেন। ২৯ মিনিটে আর্থারকে ফাউল করা হন্ডুরাসের রোমেল কিয়োটোকে রেফারি ভিএআরের সাহায্য নিয়ে লালকার্ড দেখান। চোট পেয়ে খেলা চালিয়ে যেতে পারেননি আর্থার। বার্সিলোনার এই মিডফিল্ডারের জায়গায় নেপোলির এ্যালানকে নামান ব্রাজিল কোচ টিটে। একজন কম হয়ে যাওয়ার পর আরও বিপদে পড়ে হন্ডুরা। ৩৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন কুটিনহো। ডি বক্সে রিশার্লিসন ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তিন গোলে এগিয়ে যাওয়ার পর কুটিনহোর আরেকটি প্রচেষ্টা পোস্টে লেগে প্রতিহত হয়। বিরতির পর শুরুতেই সতীর্থের বাড়ানো বলে রিশার্লিসন হেড করার পর কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন জেসুস। ৫৫ মিনিটে জেসুসকে তুলে নিয়ে লিভারপুলের ফরোয়ার্ড ফিরমিনোকে নামান কোচ টিটে। না হলে হয়ত হ্যাটট্রিকও হয়ে যেত জেসুসের। ৫৬ মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা আয়াক্সের ফরোয়ার্ড নেরেসের দারুণ গোলে ব্যবধান আরও বাড়ায় ব্রাজিল। ৬৫ মিনিটে সুযোগ নষ্টের পরপরই প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পায়ে লেগে পেয়ে যাওয়া বল জালে পাঠান ফিরমিনো। পাঁচ মিনিট পর জাল খুঁজে নেন অরক্ষিত রিশার্লিসন। কাতারের বিপক্ষে আগের প্রীতি ম্যাচেও গোল করেছিলেন এভারটনের এই ফরোয়ার্ড। ম্যাচ শেষে দলের পারফর্মেন্সে সন্তোষ প্রকাশ করেন ব্রাজিল কোচ টিটে। তিনি বলেন, এই জয় দলকে উজ্জীবিত করবে। কোপা মিশন শুরুর আগে দলের প্রস্তুতিটা দারুণ হলো। আগামী শুক্রবার পর্দা উঠছে এবারের কোপা আমেরিকা ফুটবলের। উদ্বোধনী ম্যাচে বলিভিয়ার বিপক্ষে খেলবে প্রতিযোগিতাটির আটবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।। ‘এ’ গ্রুপে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ ভেনিজুয়েলা ও পেরু।
×