ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজও কি সাকিবের দিন?

প্রকাশিত: ১১:৫১, ১১ জুন ২০১৯

 আজও কি সাকিবের দিন?

জিএম মোস্তফা ॥ বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তো বটেই গত এক দশকের বেশি সময় ধরে দাপট দেখাচ্ছেন বিশ্ব ক্রিকেটেও। বিশ্বকাপের আগেই সমর্থকদের দারুণ এক সুসংবাদ দেন তিনি। রশিদ খানকে পেছনে ফেলে ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে আবারও শীর্ষস্থান দখল করেন তিনি। মূলত আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলার সুবাদেই নিজের হারানো রাজত্ব ফিরে পান বিশ্বসেরা এই অলরাউন্ডার। তারপরও যেন প্রমাণের বাকি ছিল সাকিবের! হ্যাঁ, বাংলাদেশের কোচ স্টিভ রোডস-ই চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছিলেন বিশ্বসেরা এই তারকা ক্রিকেটারকে। বিশ্বকাপের আগেই তিনি বলেছিলেন, ‘আমি মনে করি, কিছু জায়গায় তাকে প্রমাণ করতে হবে। সেও বিষয়টি জানে। হয় তো কিছুদিন সবাই তাকে ভুলে গিয়েছিল। কিন্তু সে এখন আবার ওয়ানডেতে বিশ্বসেরা অলরাউন্ডারের জায়গাটি দখল করেছে। এখন সাকিবের কাজ হবে সবাইকে দেখিয়ে দেয়া যে, সে কেন বিশ্বসেরা।’ সাকিব যেন অক্ষরে অক্ষরে প্রমাণ করছেন স্টিভ রোডসের সেই কথা। বিশ্বমঞ্চে দেখিয়ে দিচ্ছেন তিনি কেন বর্তমান বিশ্বের অলরাউন্ডারদের সেরা? এখন পর্যন্ত ইংল্যান্ড বিশ্বকাপে খেলা তিন ম্যাচের একটিতে সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেছেন তিনি। বাকি দুই ম্যাচে করেছেন দারুণ দুটি হাফসেঞ্চুরি! তিন ম্যাচ থেকে তার সংগ্রহ ২৬০! ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় সাকিব শীর্ষে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের প্রথম ম্যাচ জয়ে ৮৪ বলে ৭৫ করেছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হেরে যায় বাংলাদেশ। তারপরও ব্যক্তিগত পারফর্মেন্সে ঔজ্জ্বল্য ছড়িয়েছেন সাকিব। দলীয় সর্বোচ্চ ৬৪ রান করেন তিনি। সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে হারা ম্যাচেও ১১৯ বলে ১২১ রানের অন্যবদ্য এক সেঞ্চুরি আসে তার ব্যাট থেকে। শুধু তাই নয়, বিশ্বকাপে বাংলাদেশের হয়ে মাহমুদুল্লাহ রিয়াদের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন সাকিব আল হাসান। ওয়ানডে ক্যারিয়ারে যা তার অষ্টম সেঞ্চুরি। এই বিশ্বকাপে সমান তিন ম্যাচ করে খেলা শীর্ষ তিনে সাকিবের পরে রয়েছেন যথাক্রমে ইংল্যান্ডের জেসন রয় (২১৫) এবং জস বাটলার (১৮৫)। তিন ম্যাচ থেকে ১৪১ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় অষ্টম স্থানে রয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক কাম ব্যাটসম্যান মুশফিকুর রহীম। এত গেল সাকিবের ব্যাট হাতের গল্প। বল হাতেও সাফল্য রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারের। তিন ম্যাচ থেকে তার উইকেট সংখ্যাও সমান তিনটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫০ রানের বিনিময়ে ১ উইকেট পাওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৭ রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছিলেন তিনি। বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আজ আবারও মাঠে নামছে বাংলাদেশ। চেনা প্রতিপক্ষ শ্রীলঙ্কা। টানা দুই হারের পর বিশ্বকাপে ঠিকে থাকার জন্য লঙ্কানদের বিপক্ষে এই ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ। যে কারণে দেশের ক্রিকেটপ্রেমীরা আজও তাকিয়ে থাকবেন সাকিব আল হাসানের দিকে। শ্রীলঙ্কার বিপক্ষে ফেবারিট হিসেবেই মাঠে নামবে বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ে তারা বাংলাদেশের চেয়ে দুই ধাপ পিছিয়ে। গত বছর এশিয়া কাপে তাদের বিপক্ষে সর্বশেষ মুখোমুখিতে বাংলাদেশ জিতেছিল ১৩৭ রানে। কিন্তু বিশ্বকাপ বলেই শ্রীলঙ্কাকে উড়িয়ে দিতে পারছে না বাংলাদেশ। এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘সেমিফাইনালে উঠতে হলে পাঁচ-ছয়টি ম্যাচ জিততে হবে। এখানে প্রতিটি দলই শক্তিশালী। সবাই সেরাটা দেয়ার চেষ্টা করে। শ্রীলঙ্কার সঙ্গেও জিততে হলে সেরাটা দিতে হবে। শ্রীলঙ্কারও ভাল খেলোয়াড় আছে।’ বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজকে দুর্বল মনে হয়েছিল। তারা এখন শক্তিশালী। আগামী ১৭ জুন টন্টনে বাংলাদেশের ম্যাচ তাদের সঙ্গে। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে নিচে থাকলেও ইংলিশ কন্ডিশনে তাদের ভয়ঙ্কর দেখাচ্ছে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড দুর্দান্ত। সর্বশেষ নয় ম্যাচের মধ্যে সাতটিতেই জিতেছেন মাশরাফিরা। র‌্যাঙ্কিংয়ে আরও নিচে থাকা আফগানিস্তান ও বাংলাদেশের ঠিক উপরে থাকা পাকিস্তানের বিপক্ষে জয় প্রত্যাশিত। আফগানিস্তান বিশ্বকাপে এখনও জয়শূন্য। পাকিস্তান প্রথম ম্যাচে হারলেও ইংল্যান্ডের বিপক্ষে জিতে ঘুরে দাঁড়িয়েছে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ চার ম্যাচেই জিতেছে। বাকি দলগুলোর মধ্যে থাকছে ভারত ও অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের অন্যতম ফেবারিট তারা। তা সত্ত্বেও দু’দলের মধ্যে একটি জয় আশা করছে বাংলাদেশ। কঠিন লড়াইয়ের জন্য তৈরি সাকিব-মাশরাফিরা।
×