ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ডুবে যাবে লন্ডন

প্রকাশিত: ১০:৩০, ১১ জুন ২০১৯

 ডুবে যাবে লন্ডন

ব্রিটেনে ভয়াবহ বন্যা ধেয়ে আসছে, যুক্তরাজ্যের আবহাওয়া অফিস সোমবার এই মর্মে হুঁশিয়ারি দিয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, প্রবল বর্ষণের ফলে রাজধানী লন্ডন ও দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের একটি বড় অংশ পানির নিচে তলিয়ে যেতে পারে। এর ফলে ব্যাপক প্রাণহানিরও আশঙ্কা রয়েছে। টানা ছয় ঘণ্টার বর্ষণে সোমবার ব্রিটেনের বহু জায়গা জলমগ্ন হয়েছে। সোমবার সন্ধ্যায় দেয়া ওই আবহাওয়ার পূর্বাভাসে বজ্রপাতেরও হুঁশিয়ারি ব্যক্ত করা হয়। পরিসংখ্যান জানায়, দেশটিতে জুনে গড় বৃষ্টিপাতের পরিমাণ ৫১ সেন্টিমিটার। কিন্তু সোমবার ছয় ঘণ্টায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ধারণা করা হচ্ছে, প্রবল বর্ষণ আরও কিছুদিন অব্যাহত থাকবে। এর ফলে সাউথইস্ট, লন্ডন, মিডল্যান্ডস ও ইয়র্কশায়ারের অংশ বিশেষ তলিয়ে যেতে পারে। দেশজুড়ে বাস ও ট্রেন বিশেষ করে পাতাল রেল যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। আবহাওয়া অফিসের মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমরা খুব অল্প সময়ের প্রবল বর্ষণের আশঙ্কা করছি, ভূপৃষ্ঠের উপরিভাগের পানি নিষ্কাশন ব্যবস্থা অতি দ্রুত এ পানি সরিয়ে নিতে পারবে না। নগরবাসীর দুর্ভোগ বাড়বে বলে আমরা ধারণা করছি।’ -ইন্ডেপেন্ডেন্ট
×