ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকারের কাজ আদালতের রায় বাস্তবায়ন ॥ তথ্যমন্ত্রী

প্রকাশিত: ১০:২৬, ১১ জুন ২০১৯

 সরকারের কাজ আদালতের রায় বাস্তবায়ন ॥ তথ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আদালতের রায় বাস্তবায়ন করা সরকারের কাজ। ৃবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি। আদালত তার সাজা দিয়েছে। এটি কার্যকরের দায়িত্ব রাষ্ট্রের তথা সরকারের। প্রধানমন্ত্রী গতকাল এই কথাটিই বলেছেন। সোমবার নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, বিএনপির দৈন্যদশা এমন পর্যায়ে পৌঁছেছে, সন্ত্রাসী মামলায়, হত্যা চেষ্টার মামলায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত একজন আসামিকে দলের ভ্রারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে। কিন্তু দন্ডপ্রাপ্ত আসামির দন্ড কার্যকর করা সরকারের দায়িত্ব। সরকার এ দায়িত্ব যথাযথভাবে পালন করবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নানা কথা বলে হয়ত তার পদ রক্ষার চেষ্টা করছেন। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের নিজেদের মধ্যেই তো ঐক্য নাই। তারা ঐক্য ধরে রাখার জন্য বৈঠক করছে। তারা আবার সরকারের বিরুদ্ধে কী আন্দোলন করবে? তিনি বলেন, শিষ্টাচার বিএনপির কাছ থেকে শিখতে হবে না। মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে তিনি বলেন, শিষ্টাচার বেগম জিয়াকে শেখান। আগের নির্বাচনের আগে সংলাপে বসতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম জিয়াকে ফোন করেছিলেন। আমন্ত্রণ জানিয়েছিলেন। তখন ফোনে তিনি কি ভাষায় জবাব দিয়েছিলেন? এটি কি শিষ্টাচার। খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর মৃত্যুর পর প্রধানমন্ত্রী তার বাসায় গিয়েছিলেন। দরজা থেকে ফিরে আসতে হলো। দরজায় দাঁড়িয়ে থাকলেন। কিন্তু খুললেন না। এ সময় শত্রু গেলেও তো কেউ এমন করে না। এ কি শিষ্টাচার। তাই শিষ্টাচার আওয়ামী লীগকে শেখাতে আসবেন না। আগে নিজেরা শিখুন। আপনার নেত্রীকে শেখান। বর্তমান সংসদকে রুমিন ফারহানা অবৈধ বলা প্রসঙ্গে তিনি বলেন, এই কথা বলে তিনি নিজেই তো অবৈধ হয়ে গেলেন। তিনি নিজে শপথ নিয়েছেন। এই সংসদ অবৈধ হলে তিনিও অবৈধ। বিএনপির কথাবার্তার ঠিক নাই। দলটির নেতারা একবার বলেন তারা শপথ নেবেন না। পরে তারা আবার শপথ নিলেন। তাদের মহাসচিব শপথ নিলেন না। আবার সেই আসনে নির্বাচনে অংশগ্রহণ করছেন। সর্বশেষ ভাগে পাওয়া নারী আসনটিও ছাড়লেন না। তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। আমরা জনগণের জন্য কাজ করি। দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এরই মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে, স্বস্তির সঙ্গে ঈদ উৎসব পালন করেছে। আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি। ধর্ম যার যার উৎসব সবার। তাই ঈদের উৎসব শুধুমাত্র একটি সম্প্রদায়ের মধ্যে সীমবদ্ধ থাকেনি। ব্যতিক্রম ছাড়া দ্রব্যমূল্য বাড়েনি। সরকার এটি নিয়ন্ত্রণ করেছে।
×