ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুদের হার এক অঙ্কে ॥ বাজেটে থাকছে ব্যাংক খাতে নির্দেশনা

প্রকাশিত: ১০:২২, ১১ জুন ২০১৯

সুদের হার এক অঙ্কে ॥ বাজেটে থাকছে ব্যাংক খাতে নির্দেশনা

রহিম শেখ ॥ ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে বদ্ধপরিকর সরকার। তাই আসন্ন বাজেটে থাকবে সুনির্দিষ্ট দিকনির্দেশনা। সম্প্রতি কিছুটা খোলাসা করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, ব্যাংক খাতের জন্য দরকারি সবই আগামী বাজেটে রাখা হবে। দেশের প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে ঋণ ও আমানতের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কীভাবে এক সঙ্গে কাজ করতে পারে এমন নির্দেশনা থাকবে আগামী বাজেটে। পাশাপাশি ব্যাংকিং খাতের মূলধন পর্যাপ্ততা বাড়ানো এবং ব্যাংকিং খাতে পুঞ্জীভূত মন্দ ঋণ কমাতে কিছু প্রস্তাবনা থাকবে আসন্ন বাজেটে। এদিকে বাজেটে ব্যাংকের পরিচালক নিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট নির্দেশনা থাকবে। আগামী বাজেটে প্রবাসীদের জন্য আসছে সুখবর। তাদের পাঠানো রেমিটেন্সের ওপর বছরে ২ শতাংশ হারে প্রণোদনা দেয়া হবে। এছাড়া ইলেক্ট্রনিক পেমেন্ট ব্যবস্থার ওপর নির্ভরশীলতা বৃদ্ধির ফলে সাইবার নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকির বিষয়ে কীভাবে আরও সচেতনতা বৃদ্ধি করা যায় সে বিষয়ে দিকনির্দেশনা থাকবে আসন্ন বাজেটে। জানা গেছে, গত বাজেটে নির্বাচনী বছর হওয়ায় বেশ কিছু ছাড় পেয়েছেন ব্যাংক মালিকরা। বিশেষ করে কর্পোরেট কর আড়াই শতাংশ কমানো হয়েছিল। এতে সার্বিকভাবে ভাল মুনাফা করেছে ব্যাংকগুলো। তারপরও সুদের হার এক অঙ্কে আসেনি বেশিরভাগ ব্যাংকে। তাই আসন্ন বাজেটে দেশের প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে ঋণ ও আমানতের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠা কীভাবে এক সঙ্গে কাজ করতে পারে এমন নির্দেশনা থাকবে এবারের বাজেটে। সূত্র জানায়, আগামী বাজেটে ব্যাংকের পরিচালক নিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট নির্দেশনা থাকবে। যারা ব্যাংকিং বোঝেন ও ব্যাংকিং সম্পর্কে অভিজ্ঞতা আছে তাদের ব্যাংকের পরিচালক নিয়োগ দেয়া হবে। এছাড়া ব্যাংক খাতের ঋণখেলাপী কমিয়ে আনতে ইতোমধ্যে ভাল ঋণ গ্রহীতার বিষয়ে ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া ব্যাংকিং খাতে যেসব অনিয়ম হচ্ছে তা রোধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। সম্প্রতি এ বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা শেষে বলেছেন, যারা ব্যাংকিং বোঝেন এখন থেকে তাদেরকে ব্যাংকের পরিচালক নিয়োগ দেয়া হবে। অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, দেশের ব্যাংকিং খাতে সুশাসন ফেরাতে ব্যাংক কোম্পানি আইন সংশোধনের পাশাপাশি দীর্ঘদিনের আলোচিত ‘রিফর্ম’গুলো বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে সরকারী ব্যাংকে পরিচালক নিয়োগের ক্ষেত্রে পার্শ¦বর্তী দেশ ভারতের মতো কিছু শর্তারোপ করতে হবে; যাতে যে কেউ চাইলেই ব্যাংকের পরিচালক হতে না পারে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, সরকারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের কিছু পদক্ষেপ বাজেটের প্রস্তাবনায় দেয়া থাকবে। রেমিটেন্স ও রফতানি প্রবৃদ্ধি এবং আর্থিক খাত নিয়ন্ত্রক সার্বিকভাবে ব্যাংকিং খাতের মূলধন পর্যাপ্ততা ও ব্যাংকিং খাতে পুঞ্জীভূত মন্দ ঋণ কমাতে কিছু প্রস্তাবনা থাকবে। দেশের প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে ঋণ ও আমানতের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কীভাবে এক সঙ্গে কাজ করতে পারে। এছাড়া ইলেক্ট্রনিক পেমেন্ট ব্যবস্থার ওপর নির্ভরশীলতা বৃদ্ধির ফলে সাইবার নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকির বিষয়ে কীভাবে আরও সচেতনতা বৃদ্ধি করা যায়। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় মিলে বাজেটের প্রস্তাবনা করে থাকে। তবে সেখানে বাংলাদেশ ব্যাংকের কিছু নির্দিষ্ট প্রস্তাবনা থাকে। এবারেও তাই থাকবে। তবে জিডিপির প্রবৃদ্ধি যাতে বাড়ে, এমন কিছু প্রস্তাবনা থাকবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। এছাড়া কৃষক যাতে বেশি সুযোগ-সুবিধা পান, সেই বিষয়ে নজর থাকবে বেশি। খেলাপী ঋণ তো রয়েছেই। সম্প্রতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে সরকারী ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ব্যাংক খাতের জন্য দরকারি সবই আগামী বাজেটে রাখা হবে। তবে ব্যাংক, শেয়ারবাজার বা অন্য কোন খাতে কী থাকবে, তা নির্দিষ্ট করে বলার সময় এখনও আসেনি বলে জানান তিনি। ওই সভায় অর্থমন্ত্রী বলেন, বড় কথা হলো- রাজস্ব আহরণ করতে হবে, প্রকল্পগুলো বাস্তবায়ন করতে হবে। বাজেটের মজা পেতে আরও অপেক্ষা করতে বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, বাজেট প্রণয়নে কোন চ্যালেঞ্জ নেই। বাস্তবায়নেই মূল চ্যালেঞ্জ। অর্থের কোন অসুবিধা নয়। জানতে চাইলে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ড. মোস্তাফিজুর রহমান জনকণ্ঠকে বলেন, বেশ কয়েক বছর ধরে ব্যাংকিং খাতে যেসব আইন-নীতিমালা রিফর্ম করার কথা সেসব বিষয়ে পদক্ষেপ নিতে হবে। সবচেয়ে বড় বিষয়, কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি বাড়াতে হবে। সুশাসন নিশ্চিত করে ব্যাংক খাতকে জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে। ব্যাংকের পরিচালক নিয়োগ প্রক্রিয়া নীতিমালায় সুস্পষ্ট থাকতে হবে। ঋণ বিতরণের ক্ষেত্রে নিয়মের ব্যত্যয় ঘটলে সে বিষয়ে যথাযথ কার্যকর পদক্ষেপ নিতে হবে। বাজেটে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জন্য বরাদ্দ থাকছে দেড় হাজার কোটি টাকা ॥ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মূলধন ঘাটতি মোকাবেলায় আগামী ২০১৯-২০ অর্থবছরের বাজেটে দেড় হাজার কোটি টাকা বরাদ্দ রাখছে সরকার। এর আগে ২০০৯-১০ থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত ১০ বছরে ব্যাংকের মূলধন ঘাটতি মোকাবেলায় বাজেটে প্রায় ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয় ২০১৩-১৪ অর্থবছরে, ৫ হাজার ৬৮ কোটি টাকা। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকের মূলধন ঘাটতির পরিমাণ ২৫ হাজার ১৩০ কোটি টাকা। ব্যাংকগুলো হলো বাংলাদেশ কৃষি ব্যাংক, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও অগ্রণী ব্যাংক। সরকারী ব্যাংকগুলোর মূলধন ঘাটতি মোকাবেলায় আগামী অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে কেন্দ্রীয় ব্যাংকও সুপারিশ করেছে। সুপারিশে বলা হয়, মূলধন ঘাটতির কারণে ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। এছাড়া প্রতিটি সরকারী ব্যাংক মূলধন ঘাটতি মোকাবেলায় পৃথকভাবে বাজেটে অর্থ বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। এ পরিপ্রেক্ষিতে আগামী বাজেটে সরকারী ব্যাংকগুলোর জন্য দেড় হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালেই নগদ প্রণোদনা ॥ আগামী বাজেটে প্রবাসীদের জন্য আসছে সুখবর। তাদের পাঠানো রেমিটেন্সের ওপর বছরে ২ শতাংশ হারে প্রণোদনা দেয়া হবে। আসন্ন ২০১৯-২০ অর্থবছরের বাজেটে এ বিষয়ে ঘোষণা থাকছে। এ খাতে বরাদ্দ রাখা হচ্ছে ২ হাজার ৮০০ কোটি টাকা। সূত্র জানায়, বর্তমানে রফতানিযোগ্য বিভিন্ন পণ্যে একাধিক হারে প্রণোদনা দেয়া হয়। এর বাইরে প্রথমবারের মতো সেবাখাত হিসেবে প্রবাসী আয়ে একই সুবিধা দেয়া হবে। যারা বৈধপথে তথা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাবেন, শুধু তারাই এ প্রণোদনা পাবেন। মূলত ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানোকে উৎসাহিত করতে প্রবাসীদের এ সুবিধা দেয়া হবে। সরকার আশা করছে, বিদেশে কর্মরত বাংলাদেশী অর্থাৎ প্রবাসীদের জন্য এ সুবিধা কার্যকর হলে দেশে বৈধপথে রেমিটেন্সের পরিমাণ আরও বাড়বে। বৈদেশিক মুদ্রা সংগ্রহে ব্যাংকগুলোর তৎপরতা বৃদ্ধি, ব্যাংকিং চ্যানেলের সঙ্গে অবৈধ চ্যানেলে ডলারের দরে খুব একটা পার্থক্য না থাকা এবং হুন্ডি প্রতিরোধে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পদক্ষেপসহ নানা কারণে রেমিটেন্স বেড়েছে বলে সংশ্লিষ্টদের ধারণা। প্রসঙ্গত, আগামী ১৩ জুন জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করা হবে। আগামী অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে ৫ লাখ ২৪ হাজার ৯৫০ কোটি টাকা, যা চলতি অর্থবছরের বাজেটের চেয়ে প্রায় ৬০ হাজার কোটি টাকা বা সাড়ে ১৩ শতাংশ বেশি। এটি হচ্ছে বর্তমান সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট। একই সঙ্গে নতুন অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের প্রথম বাজেটও।
×