ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈদের একাধিক নাটকে রুহী!

প্রকাশিত: ০৯:৩০, ১১ জুন ২০১৯

 ঈদের একাধিক  নাটকে রুহী!

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের অন্যতম প্রতিভাবান নৃত্যশিল্পী, মডেল-অভিনেত্রী রুহী। নৃত্যচর্চার পাশাপাশি অসংখ্য টিভি নাটক, টেলিফিল্মে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। পাশাপাশি মডেলিংয়েও যথেষ্ট সুনাম অর্জন করেছেন। সম্প্রতি অভিনয় এবং মডেলিংয়ে বেশ ব্যস্ত সময় পার করেছেন। অভিনয় ব্যস্ততার ধারাবাহিকতায় এবারের ঈদ-উল ফিতরে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। এই ঈদে অন্তত চারটি নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে। এর মধ্যে ঈদের ষষ্ঠ দিন বিকেল ৫-১৫ মিনিটে বাংলা ভিশনে প্রচার হয় নাটক ‘বেবী রাসেল’। মুনতাহা বৃত্তার রচনা ও রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় এতে রুহী এই সময়ের জনপ্রিয় অভিনেতা তৌসিফের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। এতে আরও অভিনয় করেছেন সাফা কবির, মিলি বাশার, আবদুল্লাহ রানা, পীরজাদা হারুন প্রমুখ। একই দিনে এটিএন বাংলায় রুহী অভিনীত দুটি নাটক প্রচার হয়। এর মধ্যে রাত ৮-৩০ মিনিটে হেলেন বদরুদ্দীনের রচনা ও সজীব মাহমুদের পরিচালনায় ‘ছেলেটির কোন দোষ ছিল না’ নাটকে রুহী ইরফান সাজ্জাদের সঙ্গে অভিনয় করেছেন। এতে আরও অভিনয় করেছেন শবনম ফারিয়া, ফখরুল বাশার, মিলি বাশার, নরেশ ভূঁইয়া প্রমুখ। একই চ্যানেলে একই দিন রাত ১১-৩০ মিনিটে প্রচার হয় নাটক ‘ভুল প্রেম’। অপূর্ণ রুবেলের রচনা ও এল আর সোহেলের পরিচালনায় এতে রুহী ছাড়াও আরও রয়েছেন তৌসিফ, তাসনুভা তিশা, ফরহাদ বাবু প্রমুখ। ঈদের অষ্টম দিন আগামীকাল রাত ৮-৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে নাটক ‘আরেকটি প্রেমের বিয়ে’। মনসুর আলম নির্ঝরের রচনা ও পরিচালনায় নাটকটিতে রুহী তরুণ অভিনেতা শাওনের সঙ্গে জুটি বেঁধেছেন। এতে আরও অভিনয় করেছেন মিশু সাব্বির, নাদিয়া নদী, অনিক, মুকিত জাকারিয়া, ওয়াহিদ ইকবাল মার্শাল, পীরজাদা হারুন প্রমুখ। রুহী একজন গুণী নৃত্যশিল্পীও। বুলবুল ললিতকলা একাডেমি অব ফাইন আর্টস (বাফা)- এর নৃত্যশিল্পী রুহী ঈদে বেশ কয়েকটি চ্যানেলে নাচের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এটিএন বাংলা, মাই টিভি, বাংলাটিভিসহ বেশ কয়েকটি টেলিভিশনে রুহীর নাচের অনুষ্ঠান প্রচার হয়েছে। রুহী বলেন, এবার ঈদে আমার অভিনীত প্রত্যেকটি নাটকে আমাকে ভিন্নভাবে দেখা যাবে। আমি কাজের মধ্যে সংখ্যার চাইতে মানটাকে বেশি প্রাধান্য দেই। তাই তো বেছে বেছে কাজ করি। যে কয়টি নাটকে আমি অভিনয় করেছি- প্রতিটি কাজে আমাকে ভিন্নভাবে দর্শক দেখতে পাবেন। আর নাচগুলোর মধ্যেও নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি দর্শকদের ভাল লাগবে।
×