ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বৈশাখীর আয়োজন

প্রকাশিত: ০৯:২৯, ১১ জুন ২০১৯

 বৈশাখীর আয়োজন

সংস্কৃতি ডেস্ক ॥ ঈদ উপলক্ষে সমৃদ্ধ এবং ব্যতিক্রমী আয়োজনের দিক থেকে অনেকটাই এগিয়ে ছিল বৈশাখী টিভি। এই চ্যানেলের সাত দিনের ঈদ আয়োজনের আজ শেষ দিন। আজও থাকছে একক, ধারাবাহিক, মেগা নাটক, চলচ্চিত্রসহ নানা অনুষ্ঠান। বৈশাখী টিভির প্রতিটি নাটকই দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে। বিশেষ করে একক নাটক ‘ভাবীর দোকান’, ‘বরিশাল টু ঢাকা’ এবং ধারাবাহিক নাটক ‘ঈদ বোনাস’ ও ‘বউয়ের দোয়া পরিবহন-২’ ছিল সবার মুখে মুখে। এছাড়া ‘বৈশাখীর সকালের গান’ এবং ‘গানে গানে ঈদ আনন্দ’ অনুষ্ঠানের প্রতি দর্শক সাড়া ছিল অভাবনীয়। কারণ, অনুষ্ঠান দুটি সকালে প্রচার হয়েছে বলে বিশ্বকাপ ক্রিকেটের কোন প্রভাব পড়েনি। ঈদ অনুষ্ঠানের বিশেষ আয়োজনে সকাল ৮-১৫ মিনিটে ‘বৈশাখীর সকালের গান‘, প্রযোজনা লিটু সোলায়মান, গান গাইবেন শিল্পী রাফাত। সকাল ১১টায় রয়েছে ‘গানে গানে ঈদ আনন্দ’ প্রযোজনা লিটু সোলায়মান গান গাইবেন- কণ্ঠশিল্পী ইউসুফ ও লুইপা। চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’ প্রচার হবে বেলা ১টায়। বেলা ২-২০ মিনিটে ঈদের মেগা নাটক ‘চশমা’। রচনা বরজাহান হেসেন ও পরিচালনা শামীম জামান। অভিনয়ে মোশাররফ করিম, আনিকা কবির শখ, শামীম জামান, ফারুক আহমেদ, বড়দা মিঠু, মুনিরা মিঠু, আল মনসুর, তারিক স্বপন, আমিন আজাদ প্রমুখ। প্রযোজনায় শাহ্ আলম। রাত ৮-১০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘বউ বাধ্য পাত্র চাই’। রচনা মীর্জা রাকিব ও পরিচালনা সাদেক সিদ্দিকী। অভিনয়ে সম্রাট, বিন্দিয়া, হান্নান শেলী, সোনিয়া নদী, স্বপ্নীল প্রমুখ। সন্ধ্যা ৬-২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘নায়িকার বিয়ে-২’। রচনা ও পরিচালনা হাসান জাহাঙ্গীর অভিনয়ে পপি, হাসান জাহাঙ্গীর, এটিএম শামসুজ্জামান, শবনম পারভিন, শাহীন, ইমতু, তমাল প্রমুখ। রাত ৭-৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘বউয়ের দোয়া পরিবহন-২’। রচনা আহসান আলমগীর, পরিচালনা ফরিদুল হাসান। অভিনয়ে মৌসুমী হামিদ, আ খ ম হাসান, রিমি করিম, চিত্রলেখা গুহ, রাশেদ সীমান্ত, জামিল প্রমুখ। রাত ৯-১০ মিনিটে ধারাবাহিক নাটক ‘আয়না মতি’। রচনা জাকির হোসেন উজ্জ্বল ও পরিচালনা এস এম শাহীন। অভিনয়ে রওনক হাসান, অহনা, সাজু খাদেম, ফারজানা ছবি, আল মনসুর, আব্দুল হান্নান, শেলী আহসান,সঞ্জিৎ, শায়লা প্রমুখ। রাত ১০-৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘ঈদ বোনাস’। গল্প টিপু আলম মিলন, রচনা মীর্জা রাকিব ও পরিচালনা সাকাল আহমেদ। অভিনয়ে জাকিয়া বারী মম, আনিসুর রহমান মিলন, স্বাগতা, নাসিম, মুনিয়া, তানভির প্রমুখ। রাত ১১-৪০ মিনিটে প্রচার হবে ঈদের বাংলা চলচ্চিত্র ‘আমি জেল থেকে বলছি’। মালেক আফসারী পরিচালিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন মান্না, মৌসুমী, নদী, ওমর সানী প্রমুখ।
×