ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আপত্তিকর গানের জন্য ক্ষমা চাইল জি সিরিজ

প্রকাশিত: ০৬:০৯, ১০ জুন ২০১৯

আপত্তিকর গানের জন্য ক্ষমা চাইল জি সিরিজ

স্টাফ রিপোর্টার ॥ গানটির শুরু ‘তোর লাইফের চেয়েও বেশি আমার জুতার দাম’। মিউজিক ভিডিওতে দেখানো হয়েছে নারী দেহের ওপর মাদক রেখে তা সেবনের দৃশ্য। অশ্লীল ইঙ্গিতপূর্ণ দৃশ্য রয়েছে পুরো মিউজিক ভিডিওতেই। গানটি গেয়েছেন ‘ত্রিগ্যাং’ দল। কথাও লিখেছেন তারা। সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইশারা। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সজল শরীফ। অগ্নিবীনার ব্যানারে জি-সিরিজের ইউটিউব চ্যানেল থেকে ‘লেভেলে নাই’ নামের এই বাংলা র্যাপ গান প্রকাশ করা হয় গত ৫ জুন। দাম্ভিকতাপূর্ণ এবং বৈষম্যমূলক কথা দিয়ে গানের শুরু। গানটির দৃশ্যায়ন এবং কথা খুবই অশ্লীল। অশ্লীলতার সাথেও কথার ভেতর রয়েছে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য নিয়ে দাম্ভিকতা। গানের কথায় আপত্তিকর শব্দ ব্যবহার করায় সম্প্রতি প্রকাশ পাওয়া জি সিরিজের ‘লেভেলে নাই’ গানটি তীব্র সমালোচনার মুখে পড়ে। প্রতিবাদের মুখে অবশেষে নিজেদের ইউটিউব চ্যানেল থেকে গানটি তুলে নিল তারা। এই গানটি তৈরি ও ইউটিউব চ্যানেলে আপলোডের জন্য সোমবার জি সিরিজের প্রোডাকশন ম্যানেজার শফিউর রহমানকে হাজির হতে হয় ডিএমপির সাইবার সিকিউরিটি এ্যান্ড ক্রাইম ইউনিটে। তিনি প্রতিষ্ঠানের পক্ষে সবার কাছে ক্ষমা চান। ভবিষ্যতে এমন কোনো কনটেন্ট তৈরি না করার মুচলেকাও দেন। জি সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া খালেদও এই ভুলের জন্যও দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, সাইবার ক্রাইম ইউনিটের কথা মতো এই ভিডিও আমরা আমাদের চ্যানেল থেকে সরিয়ে দিয়েছি। ভবিষ্যতে সরকার ঘোষিত নিরাপদ ইন্টারনেট স্লোগানের সাথে একমত থেকেই আমরা ভালো ভালো কনটেন্ট প্রচার করবো।
×