ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝাড়খণ্ডে দ্বিতল বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১

প্রকাশিত: ০৪:০১, ১০ জুন ২০১৯

ঝাড়খণ্ডে দ্বিতল বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১

অনলাইন ডেস্ক ॥ ভারতের ঝাড়খণ্ডে একটি দ্বিতল বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১১ জন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার সকালে হাজারিবাগের কাছে জাতীয় মহাসড়ক-২’র দানুয়া-ভানুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি পাটনার মাসৌরি থেকে রনচি যাচ্ছিল। সৌরভ কুমার নামে দুর্ঘটনায় আহত এক যাত্রী বার্তা সংস্থা এএনআই’কে বলেন, বাসটি প্রায় ১২০ কিলোমিটার গতিতে ছুটছিল। এসময় জানতে পারলাম, বাসের ব্রেক কাজ করছে না। চালক বাসটিকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন। কিন্তু দ্রতিগতিতে এটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে ধাক্কা দেয়। বাসের নিচতলা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পর যাত্রীদের টেনে বের করতে হয়েছে। আরেক যাত্রী বলেন, আমি শুনলাম, চালক চিৎকার করছেন, বাসের ব্রেক কাজ করছে না, সবাই নিজেকে বাঁচান। বাসের চালক ও কন্ডাক্টর দু’জনেই যাত্রীদের বাঁচানোর চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। কারণ দ্রুতগতির বাসটি থামানোর কোনো উপায় ছিল না। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রনচি পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মনীষ কুমার বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটাকে ‘ব্লাক স্পট’ ঘোষণা করা হয়েছে। কারণ, গত ছয় মাসে অন্তত ১৫০ জন এ জায়গায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে। ঘটনা তদন্তে মহাসড়ক কর্মকর্তাদের নিয়ে ফের দুর্ঘটনাস্থলে যাব।
×