ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সুদানে ১১ অসহযোগ আন্দোলনকারী নিহত

প্রকাশিত: ০৩:১৩, ১০ জুন ২০১৯

সুদানে ১১ অসহযোগ আন্দোলনকারী নিহত

অনলাইন ডেস্ক ॥ আফ্রিকার দেশ সুদানে সেনাশাসিত সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন করা ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজধানী খার্তুমে গত দুদিনে এসব আন্দোলনকারীকে ছুরি অথবা এ ধরনের হালকা অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। খবর আনাদোলুর। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব সুলেমান আ. জাব্বার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, আমরা রাজধানীবাসীকে কোনো গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মীরা খার্তুমের নিরাপত্তায় সর্বদা কাজ করে যাচ্ছেন। দেশটির বেসামরিক কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিতে সুদানে রোববার থেকে সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু হয়। সরকার গত সপ্তাহে রাজপথে বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলি চালালে কমপক্ষে ১১৮ জন আন্দোলনকারী নিহত হন। এদের অনেকের মরদেহই পরে সরকার নীল নদে ফেলে দেয় বলে অভিযোগ রয়েছে।
×