ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুপারহিরোকে বিয়ে করলেন শোয়ার্জনেগারের মেয়ে

প্রকাশিত: ০১:১১, ১০ জুন ২০১৯

সুপারহিরোকে বিয়ে করলেন শোয়ার্জনেগারের মেয়ে

অনলাইন ডেস্ক ॥ ‘মারভেল কমিকস’–এর অন্যতম সুপারহিরো ‘স্টার-লর্ড’ চরিত্রের ক্রিস প্র্যাটকে বিয়ে করলেন ক্যাথে শোয়ার্জনেগার। ‘টার্মিনেটর’খ্যাত হলিউড তারকা আর্নল্ড শোয়ার্জনেগারের মেয়ে ক্যাথে একজন লেখিকা। গত শনিবার ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হল তাঁদের বিয়ে। গত বছর গ্রীষ্মে তাঁদের পরিচয়, সেই থেকে প্রেম। শনিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কাছের বন্ধু ও স্বজনদের নিয়ে হয়ে গেল তাঁদের বিয়ের অনুষ্ঠান। সেখানে হাসিমুখে উপস্থিত ছিলেন কন্যার মা মারিয়া শ্রিভার ও বাবা আর্নল্ড শোয়ার্জনেগার। বিয়েবাড়ির খাবারের তালিকায় ছিল স্বাস্থ্যকর সব হালকা খাবার ও ফল। সেখানে উপস্থিত এক অতিথি সংবাদমাধ্যমকে বলেছেন, খাবারের মধ্যে বেশির ভাগই ছিল স্থানীয় মেন্যু। সেসবের মধ্যে ফ্রেশ সবজিই বেশি। হয়তো গ্রীষ্মকালে অতিথিদের পেটে ভারী খাবারের চাপ দিতে চাননি নবদম্পতি। আর মূল খাবারের পরে ছিল রাস্পবেরি, ব্লুবেরি আর লাল কিশমিশ। অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বর ক্রিস প্র্যাট ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তৃতা দেন অতিথিদের উদ্দেশে। অতিথিরাও আনন্দে নৃত্য করেন স্থানীয় জনপ্রিয় সব গানের সঙ্গে। গত জানুয়ারি মাসে আংটি বদল করেন ক্রিস প্র্যাট ও ক্যাথে শোয়ার্জনেগার। সেদিন টুইটারে একটি ছবি পোস্ট করে অভিনেতা প্র্যাট লেখেন, ‘সুইট ক্যাথে, সাড়া দিয়েছ বলে ভীষণ খুশি হয়েছি। তোমাকে বিয়ে করার জন্য উদ্গ্রীব হয়ে আছি। গর্বের সঙ্গে তোমায় নিয়ে বাঁচতে চাই। সেই অপেক্ষায়!’ ছবিতে ক্রিসকে জড়িয়ে থাকা ক্যাথের আঙুলে শোভা পাচ্ছিল বাগদানের আংটি। ২০১৭ সালের আগস্ট মাসে স্ত্রী অ্যানা ফ্যারিসের সঙ্গে বিচ্ছিন্ন হন ৩৯ বছর বয়সী ক্রিস প্র্যাট। তারপর ২৯ বছর বয়সী লেখিকা ক্যাথের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। ক্রমেই গাঢ় হতে শুরু করে তাঁদের প্রেম। বছরখানেকের এই সম্পর্ক যে কেউ টের পায়নি, তা নয়। কিন্তু গুজব অন্যদিকে মোড় নেওয়ার আগেই নিজেদের বাগদানের খবর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন তাঁরা। জুটি হিসেবে প্রথম তাঁদের একত্রে দেখা যায় ‘অ্যাভেঞ্জার্স: এন্ড গেম’ ছবির উদ্বোধনী প্রদর্শনীর লালগালিচায়। ক্যাথে শোয়ার্জনেগারের বাবা আর্নল্ড শোয়ার্জনেগার কেবল তারকা অভিনেতাই নন, ক্যালিফোর্নিয়ার দুবারের গভর্নর তিনি। আর মা মারিয়া শ্রিভার একজন টিভি সাংবাদিক। ক্যাথের লেখা বইগুলো হচ্ছে ‘রক হোয়াট ইউ হ্যাভ গট’ ও ‘আই জাস্ট গ্র্যাজুয়েটেড...নাও হোয়াট?’। পিপল
×