ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রের সামান্যতম সামরিক পদক্ষেপে জ্বলবে মধ্যপ্রাচ্য ॥ ইরান

প্রকাশিত: ১০:১৬, ১০ জুন ২০১৯

 যুক্তরাষ্ট্রের সামান্যতম সামরিক পদক্ষেপে জ্বলবে মধ্যপ্রাচ্য ॥ ইরান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের নীতি নির্ধারণী পরিষদের সচিব মোহসেন রেজায়ি বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সামান্যতম সামরিক পদক্ষেপ নিলেও মধ্যপ্রাচ্য আগুনে জ্বলবে এবং ইহুদীবাদী ইসরাইলসহ সব মার্কিন মিত্র ও মার্কিন স্বার্থ পুরোপুরি ধ্বংস হবে। ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবিকে দেয়া সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আমেরিকা ইসলামী ইরানের উন্নয়নের বিরোধী এবং পারস্য উপসাগরের উত্তরে কোন বৃহৎ স্বাধীন শক্তির অস্তিত্বকে তারা মানতে চায় না। তিনি বলেন, ইসলামী বিপ্লবের প্রথম থেকেই ইরানের সঙ্গে চরম শত্রুতা শুরু করে যুক্তরাষ্ট্র। এ কারণে তারা যুদ্ধ, হত্যা এবং সামরিক অভ্যুত্থানের মতো নানা কঠিন ষড়যন্ত্র চালাতে থাকে। কিন্তু আমরা প্রতিরোধের মাধ্যমে তাদের চাপ ও হুমকিকে প্রতিরক্ষা ও রাজনৈতিক শক্তিতে পরিণত করেছি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ করবে না, কারণ ইরান সামরিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী। তারা ইরানের প্রতিরক্ষা শক্তি সম্পর্কে ভাল করেই জানে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে ইরানী জাতি নজিরবিহীন নিরাপত্তার অধিকারী। মোহসেন রেজায়ি আরও বলেন, পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী রণতরীর উপস্থিতি এবং যুদ্ধের হুমকি হচ্ছে তাদের পক্ষ থেকে এ ধরনের মহড়া। তারা প্রকৃতপক্ষে সংঘাত চায় না। এ কারণে মার্কিনীরা এখন ইরান থেকে অনেক দূরে অবস্থান করছে যাতে অনাকাক্সিক্ষত সংঘাতের মোকাবেলা করতে না হয়।-ওয়েবসাইট
×