ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ছুটির পর প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে সূচক বাড়ল

প্রকাশিত: ০৮:৪০, ১০ জুন ২০১৯

ছুটির পর প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে সূচক বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঈদের ছুটির পরবর্তী প্রথম কার্যদিবস রবিবার উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একইসঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগেরদিন থেকে কমেছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, রবিবার ছুটির পরবর্তী রবিবারে ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের স্বশরীরে উপস্থিতি কম থাকলেও শেয়ার বিক্রির চাপ কম থাকায় সকাল থেকেই সূচক উর্ধমুখী ছিল। আর্থিক প্রতিষ্ঠানগুলোর কোম্পানিগুলোর চাহিদা বাড়ার দিনে ডিএসইতে বেশিরভাগ কোম্পানির দর বেড়েছে। তবে ব্যাংক ও বীমা খাতের কোম্পানি দরে মিশ্র প্রবণতা ছিল। সারাদিন সূচকের ওঠানামার পর ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬ ও ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২২০ ও ১৮৮৯ পয়েন্টে। ডিএসইতে লেনদেন হয়েছে ৩০৪ কোটি টাকা। যা আগেরদিন থেকে ১২১ কোটি টাকা কম। আগেরদিন লেনদেন হয়েছিল ৪২৫ কোটি টাকার। ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৫টি কোম্পানির মধ্যে ১৭১টির বা ৫০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১২৫টি বা ৩৬ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি বা ১৪ শতাংশ কোম্পানির। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের। এদিন কোম্পানিটির ১৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ারের ১৮ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং ২৫ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে ইস্টার্ন হাউজিং। এই তালিকায় লেনদেনে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইস্টার্ন ক্যাবলস, নিউ লাইন ক্লোথিংস, জেএমআই সিরিঞ্জ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ফাস ফাইন্যান্স, ফরচুন এবং খুলনা পাওয়ার। আগামী বাজেটে আবাসন খাতে বিশেষ সুবিধা প্রদানের খবরে ইস্টার্ন হাউজিংয়ের দর বেড়েছে সবচেয়ে বেশি। ডিএসইতে শেয়ার দর ৯.৮৩ শতাংশ বেড়েছে ইস্টার্ন হাউজিংয়ের। গত ৩০ মে কোম্পানিটির শেয়ার দর ছিল ৪৯.৮০ টাকায়। রবিবার লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়ায় ৫৪.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪.৯ টাকা বা ৯.৮৮৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইস্টার্ন হাউজিং ডিএসইর দরবৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে। এই তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯.৬৭ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৮.৫৭ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৮.৩০ শতাংশ, এইএমএল এফবিএলএসএল থ্রোথ ফান্ডের ৮ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৬.৭২ শতাংশ, মাইডাস ফাইন্যান্সিংয়ের ৬.৬৬ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৬.২৩ শতাংশ, সিনোবাংলা ৫.৪৫ শতাংশ এবং আইএলএফএসএলের শেয়ার দর ৫.২১ শতাংশ বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৯২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৪টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির দর। ৪১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
×