ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলশীর পাহাড়ী এলাকায় অস্ত্রধারী ছিনতাইকারীরা তৎপর

প্রকাশিত: ০৮:২৭, ১০ জুন ২০১৯

 খুলশীর পাহাড়ী এলাকায় অস্ত্রধারী ছিনতাইকারীরা তৎপর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে খুলশী থানা এলাকায় ছিনতাইকারীরা আবারও জোটবদ্ধ হতে শুরু করেছে। এমন তথ্যের ভিত্তিতে গত একমাস ধরে পুলিশ তৎপর হলেও ছিনতাইকারীরা উল্টো পুলিশকেই পাহারা দিচ্ছিল। গত ৩ জুন গ্রুপ ফোর নামক একটি প্রতিষ্ঠানের সিকিউরিটি সেন্টুর টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের হয়। এ ঘটনায় পুলিশের কয়েকটি টিম ছিনতাইকারীদের অবস্থান নিশ্চিত করে অভিযানে নামে। অভিযোগ রয়েছে, নগরীর লালখান বাাজারের ইস্পাহানী মোড়ের সন্নিকটে বাটালী পাহাড়ের ছিনতাইকারীদের উপদ্রব সবচেয়ে বেশি। এদিকে, অস্ত্রধারী এসব ছিনতাইকারীদের ধরতে পুলিশ দফায় দফায় অভিযান চালিয়েছে। এ বিষয়ে খুলশী থানার ওসি প্রণব চৌধুরী জানান, ছিনতাই তৎপরতাসহ যে কোন অপরাধ দমনে খুলশী টিম কাজ করে যাচ্ছে। বিভিন্ন স্পটে পুলিশ অভিযান পরিচালনা করছে। এ ঘটনায়ও ৪ ছিনতাইকারী ও অস্ত্র উদ্ধার হয়েছে। ছিনতাই চক্রের অপর সদস্যদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে। খুলশী-বায়েজিদ জোনের সহকারী কমিশনার পরিত্রাণ তালুকদার বলেন, নগরীর লালখান বাজার, বাটালীহিল, টাইগারপাস, আমবাগান এলাকায় ছিনতাই চক্রের কয়েক সদস্য স্থান পরিবর্তন করেই অপরাধ চালিয়ে যাচ্ছে। পুলিশও এসব অপরাধীদের ধরতে তৎপর রয়েছে। পুলিশের উপস্থিতি টের পেলেই তারা গা ঢাকা দেয়। তবে পুলিশের বিভিন্ন টিম তৎপর থাকায় শনিবার ভোরে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ। খুলশী থানা পুলিশ জানিয়েছে, গত ৩ জুনের ছিনতাই ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ ৬/৭ ছিনতাই চক্রের সন্ধান পেয়েছে। যারা এই থানার আমবাগান, বাটালীহিল, লালখানবাজার বাঘঘোনা,মতিঝর্ণা, টাইগার পাস ও লোহারপুল এলাকায় ছিনতাই কার্যক্রম অব্যাহত রেখেছে। বিভিন্ন টিম অভিযানে নামলে তারা পুলিশের খোঁজ খবর নিয়ে ছিনতাই চালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেন্টুর দায়েরকৃত ছিনতাই মামলার তদন্তে বেরিয়ে আসে নানা তথ্য। এ ঘটনায় জড়িত সালমান হোসেন প্রকাশ সালমানকে গত শুক্রবার গ্রেফতার করা হয় লালখান বাজার এলাকার মতিঝর্ণা এলাকা থেকে। শুক্রবার বিকেলে সালমান ছিনতাই ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয় আদালতে। সালমানের তথ্যের ভিত্তিতে পুলিশ আবারও অভিযানে নামে। এবার পুলিশের টহল টিমসহ একাধিক টিম পশ্চিম খুলশীর জালালাবাদের নীলাচল হাউজিং এলাকার পাহাড়ে অবস্থান নেয়। সেখানে ছিল ৬/৭ একটি ছিনতাইকারী দল। শুক্রবার গভীর রাতে অভিযানে নামলে ছিনতাইকারীরা পাহাড় থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও গুলি ছুড়লে রুবেল পায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটে পড়ে। তার সহযোগী জাহিদ ও শান্তসহ মোট তিন জনকে গ্রেফতার করে পুলিশ। গুলিবিদ্ধ রুবেলকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছে। আহতদের দামপাড়া পুলিশ লাইনস হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে ঘটনাস্থল থেকে পুলিশ রুবেলের ব্যবহৃত একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও একটি টিপ ছুরি উদ্ধার করেছে। আর শান্তর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া নগদ ৪ হাজার ৬৫০ টাকা, মানিব্যাগ, এটিএম কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ছিনতাই ও অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
×