ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাংবাদিকের ওপর হামলাকারীদের শাস্তি দাবি

প্রকাশিত: ০৮:২৬, ১০ জুন ২০১৯

 সাংবাদিকের ওপর  হামলাকারীদের শাস্তি দাবি

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৯ জুন ॥ কালের কণ্ঠের জামালপুর প্রতিনিধি মোস্তফা মনজু’র ওপর সন্ত্রাসী হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বকশীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রবিবার বেলা ১১টায় বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়। বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ হোসনার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, সাংবাদিক জি এম সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম, রাজ্জাক মাহমুদ, এস এম আশরাফুল আজম, আফজাল শরীফ, রকিবুল হাসান বিদ্রোহী, সরকার আকতার হোসেন, ইউপি সচিব মোঃ শরিয়তুজ্জামান, প্রকৌশলী আনিছুর রহমান শাহীন, প্রকৌশলী নুরুল আমিন প্রমুখ। মানববন্ধনে বক্তারা সাংবাদিক মোস্তফা মনজু’র ওপর সন্ত্রাসী হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বকশীগঞ্জসহ সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ তৈরির দাবি এবং জামালপুর জেলাসহ বকশীগঞ্জের সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
×