ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এ কেমন শত্রুতা!

প্রকাশিত: ০৮:২৫, ১০ জুন ২০১৯

 এ কেমন শত্রুতা!

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৯ জুন ॥ শত্রুতাবশত দুষ্কৃতকারীরা বিষ প্রয়োগ করে দুই খামার মালিকের ৮ শতাধিক হাঁস মেরে ফেলেছে। রবিবার সকালে এ ঘটনা ঘটে কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের ছবিলা গ্রামে। এ ঘটনায় খামার মালিক আবুল কাশেম ও আবুল হাসেম পথে বসে গেছেন। জানা গেছে, ছবিলা গ্রামের আবুল কাশেম ও আবুল হাসেম যৌথভাবে একটি হাঁসের খামার পরিচালনা করে আসছিলেন। রবিবার সকাল সাতটার দিকে তারা প্রতিদিনের মতো খামার থেকে হাঁস বের করে হাওড়ে নিয়ে যাচ্ছিলেন। প্রথমে বাড়ির কাছেই একটি ধান ক্ষেতের পানিতে নিয়ে হাঁসগুলো ছাড়ার কিছুক্ষণ পর এক একটা করে হাঁস অসুস্থ হতে থাকে। এভাবে ঘণ্টা দুয়েকের মধ্যেই খামারের ৮ শতাধিক হাঁস মারা যায়। খামার মালিকদের ধারণা, শত্রুতাবশত দুষ্কৃতকারীরা ওই ধান ক্ষেতের পানিতে আগে থেকেই বিষ মিশিয়ে রাখে। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
×