ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুয়াকাটায় চলন্ত বাসে পর্যটকের ওপর হামলা ॥ আহত ৬

প্রকাশিত: ০৮:২২, ১০ জুন ২০১৯

 কুয়াকাটায় চলন্ত  বাসে পর্যটকের  ওপর হামলা ॥  আহত ৬

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৯ জুন ॥ কুয়াকাটায় চলন্ত বাসে অবস্থানকালে পর্যটকসহ যাত্রীদের ওপর বাসের চালক, সুপারভাইজার, হেল্পারসহ শ্রমিকরা বেধড়ক হামলা চালিয়েছে। রোলার দিয়ে তাদের বেধড়ক পেটানো হয়েছে। এতে পর্যটক রতন খান, নুর আলম, সুমন, মাঈনউদ্দিন, শফিকুল ইসলাম ও অপর এক যাত্রী রহিম গুরুতর আহত হন। এর মধ্যে রতনের কান ফেটে রক্তাক্ত জখম হয়েছে। আহতদের কুয়াকাটা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। শনিবার রাত ৮টার দিকে আলীপুর-কুয়াকাটা মহাসড়কে নিউ মায়ের দোয়া বাসের মধ্যে বাস শ্রামকিরা পর্যটকসহ যাত্রীদের ওপর এমন তা-ব চালায়। আহত পর্যটক রতন জানান, তারা চার বন্ধু ঢাকার মিরপুর এক নম্বর থেকে কুয়াকাটায় রওনা হন। শুক্রবার সন্ধ্যায় আমতলীর লঞ্চে ওঠেন। শনিবার সন্ধ্যায় আমতলী ঘাটে পৌঁছেন। বাসস্ট্যান্ডে এসে অপেক্ষমাণ একটি বাসে ওঠে। কুয়াকাটায় যাওয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ৫০ টাকা করে নেয়া হয়। কিন্তু বাসটি কলাপাড়ায় গিয়ে পৌঁছলে ইঞ্জিন বিকলের কথা বলে নামিয়ে দেয়। শেখ রাসেল সেতুর সংযোগ সড়কে অপেক্ষমাণ কুয়াকাটাগামী নিউ মায়ের দোয়া বাসে তুলে দেয়া হয়। বলে দেয়া হয় ভাড়া দেয়া লাগবে না। কিন্তু পথিমেধ্যে ভাড়া চাইলে বাগবিত-ার একপর্যায়ে হাতাহাতি হয়। কুয়াকাটায় ওই বাসে আসা কুমিল্লার মাধবপুরের অপর এক পর্যটক শফিকুল ইসলাম জানান, বাসের চালক, সুপারভাইজারসহ হেল্পাররা কুয়াকাটা-কলাপাড়ায় থাকা অপর শ্রমিকদের খবর দিয়ে এনে বাসে থাকা ১৫/১৬ পর্যটকসহ যাত্রীদের রোলার দিয়ে বেধড়ক পেটায়। এ সময় কুয়াকাটার এক ব্যবসায়ী জয়নালকেও লাঞ্ছিত করা হয়। বিষয়টি কুয়াকাটার সাধারণ মানুষ জানলে বাসটি ঘেরাও করে পাল্টা-হামলার প্রস্তুতি নেয়। এতে চরম উত্তেজনা বিরাজ করে। তাৎক্ষণিক মহিপুর থানার ওসি মোঃ সাইদুল ইসলাম বাসের চালক শাহীন ও কুয়াকাটা কাউন্টার কলম্যান নাসিরকে থানায় নিয়ে যান। আহত পর্যটকদেরও নিয়ে ঘটনা শোনেন। বাস মালিককে বলে আহত পর্যটকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। পর্যটকের কাছে মাফ চাওয়ানো হয়েছে। ডেকে নিয়ে দুই পক্ষের উপস্থিতিতে বিষয়টির সমাধান করেন। বাসের চালককে চাকরিচ্যুত করারও আশ্বাস দেয় বাস মালিক। বর্তমানে এ ঘটনায় কুয়াকাটায় আগত পর্যটকদের মাঝে এক ধরনের উদ্বেগ বিরাজ করছে।
×