ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জামালপুরে ব্রহ্মপুত্র রক্ষা ও বালু উত্তোলন বন্ধের দাবি

প্রকাশিত: ০৮:২০, ১০ জুন ২০১৯

 জামালপুরে ব্রহ্মপুত্র  রক্ষা ও বালু  উত্তোলন বন্ধের  দাবি

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৯ জুন ॥ নদীখেকো ও ভূমিদস্যুদের হাত থেকে ব্রহ্মপুত্র নদ রক্ষা করে পরিবেশের ভারসাম্য বজায় রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলন ও সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখা। রবিবার বেলা ১১টায় জামালপুর শহরের ফৌজদারি মোড়ে ব্রহ্মপুত্র নদের পাড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলন জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সেলিম, সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখার উপদেষ্টা প্রবীণ সাংবাদিক উৎপল কান্তিধর, মুক্তিযোদ্ধা খন্দকার হাফিজুর রহমান বাদশা, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জামালপুর জেলা প্রেসক্লাবের সহসভাপতি ফজলে এলাহী মাকাম, পল্লীকণ্ঠ প্রতিদিন সম্পাদক মোঃ নুরুল হক, সাংবাদিক মোস্তফা বাবুল, দুলাল হোসাইন, সাযযাদ আনসারী ও শোয়েব হোসেন, অধ্যাপক আমির উদ্দিন, ভাষাসৈনিক মতি মিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রভাষক মোঃ আশরাফুজ্জামান স্বাধীন, বাংলাদেশ কংগ্রেসের পরিবেশ ও বনবিষয়ক সম্পাদক আবু সায়েম মোহাম্মদ সাদ-আদাত উল করীম, এনজিও এসপিকের নির্বাহী পরিচালক এনামুল হক রতন প্রমুখ। এছাড়াও ব্র্যাক, ঢাকা আহছানিয়া মিশন, উদীচী, রূপান্তর ও ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক সংগঠনের বিপুল সংখ্যক লোক মানববন্ধনে অংশ নেন। বক্তারা বলেন, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। নদী খেকো ও ভূমি দস্যুরা অবৈধভাবে জামালপুরের ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থান দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছে। পাশাপাশি তারা নদ থেকে বালু উত্তোলন করায় ব্রহ্মপুত্র কোথাও নাব্য হারাচ্ছে, আবার কোথাও কোথাও ভাঙ্গনকবলিত হয়ে পড়ছে। এতে করে ব্রহ্মপুত্র নদ কেন্দ্রিক জীবনধারা ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। ব্রহ্মপুত্র নদের এই চিত্র জামালপুর জেলা প্রশাসনের চোখের সামনে দেখা গেলেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। বক্তারা অচিরেই ভূমি খেকোদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ব্রহ্মপুত্র নদ রক্ষা এবং নদীমাতৃক বাংলাদেশ গড়তে স্থানীয় প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
×