ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আদমদীঘিতে মন্ডপে হামলা ॥ গ্রেফতার দুই

প্রকাশিত: ০৮:১৮, ১০ জুন ২০১৯

 আদমদীঘিতে  মন্ডপে হামলা ॥  গ্রেফতার দুই

নিজস্ব সংবাদদাদা, সান্তাহার, ৯ জুন ॥ বগুড়ার আদমদীঘিতে কালীপূজা মন্ডপে হামলা চালিয়ে কালী মূর্তি ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শনিবার রাতে থানায় ২৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ঘটনাস্থল উপজেলার চাপাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে শামীম হোসেন (২৩) ও মকবুল হোসেনের ছেলে হোসেন (৩২)কে পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। জানা গেছে, উপজেলার চাঁপাপুর ইউনিয়নের গোবিন্দপুর ভরনতলা কালী মন্দিরে প্রতিবছরের মতো শনিবারও ভরন পূজা উপলক্ষে মেলা বসে। ওই পূজা অনুষ্ঠানের আয়োজকরা গ্রামের বাসিন্দা সাবেক ইউপি মেম্বার আজিজার রহমান ও বর্তমান মেম্বার মিলন হোসেনকে নিমন্ত্রণ করেন। সন্ধ্যায় দুই মেম্বারই পূজার অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে পূর্ব বিরোধের জের ধরে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে উত্তেজিত মিলন মেম্বার তার ২৮-২৯ ক্যাডার লোহার রোড, হাঁসুয়াসহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে পূজামন্ডপে প্রবেশ করে। এরপর সাবেক মেম্বার আজিজার রহমান এবং আয়োজকদের সঙ্গে বাগবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা পূজামন্ডপে হামলা চালিয়ে মন্ডপের পুরোহিতকে মারপিট ও কালী মূর্তির দুই হাত কেটে ফেলে অনুষ্ঠান পন্ড করে দেয়। পূজামন্ডপ ভাংচুর করে ফিরে যাওয়ার সময় সুকুমার নামের এক সংখ্যালঘুর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। পুলিশ খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ওই দুইজনকে গ্রেফতার করে। এ বিষয়ে ম-পের পুরোহিত নিপেন সরকার বাদী হয়ে ইউপি সদস্য মিলন হোসেনসহ ৯ জনের নাম উল্লেখ করে ২৯ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ওসি মনিরুল ইসলাম মামলা দায়ের ও দুই আসামিকে গ্রেফতারের কথা নিশ্চিত করেছে।
×