ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাবনায় গৃহবধূ হত্যার বিচার দাবি

প্রকাশিত: ০৮:১৬, ১০ জুন ২০১৯

পাবনায় গৃহবধূ  হত্যার বিচার  দাবি

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৯ জুন ॥ যৌতুকের জন্য স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের হাতে নিহত গৃহবধূ মাহমুদা আক্তার মিম হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেয়া হয়েছে। রবিবার আব্দুল হামিদ সড়কে এ মানববন্ধনে বক্তব্য রাখেন আতাইকুলা ইউপি চেয়ারম্যান খোন্দকার মোহাম্মদ আতিয়ার হোসেন, আলহাজ আব্দুল বাতেন খান, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক কামরুন্নাহার জলি, সেলিম নাজির হাই স্কুলের প্রধান শিক্ষিকা হাসিনা আক্তার রোজি প্রমুখ। মানববন্ধন শেষে স্ত্রী হত্যাকারী ঘাতক স্বামীসহ আসামিদের শাস্তির দাবিতে পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য, সদর উপজেলার দড়িসরদিয়া গ্রামের মমিন মন্ডলের মেয়ে মাহমুদা আক্তার মিমকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা যৌতুকের জন্য পিটিয়ে গুরুতর আহত করলে ১৭ দিন রাজশাহী মেডিক্যালে চিকিৎসারত অবস্থায় শুক্রবার মারা যায়।
×