ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঈদের ছুটির পর প্রধানবিচারপতি অফিস করলেন

প্রকাশিত: ০৬:১৬, ৯ জুন ২০১৯

ঈদের ছুটির পর প্রধানবিচারপতি অফিস করলেন

স্টাফ রিপোর্টার॥ ঈদের ছুটি শেষে গত রবিবার অফিস করেছেন প্রধানবিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। প্রধানবিচারপতি সকাল ১০টায় নিজ কার্যালয়ে আসেন । এর পর তিনি রেজিস্ট্রার জেনারেল, সুপ্রীমকোর্ট প্রশাসনের কর্মকর্তাসহ আগত সব কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় সুপ্রীমকোর্টের কর্মকর্তা-কর্মচারীরাও তাকে শুভেচ্ছা জানান। সুপ্রীমকোর্টের বিশেষ কর্মকর্তা ব্যারিস্টার সাইফুর রহমান জনকন্ঠকে বলেন, ঈদের পর রবিবার সুপ্রীমকোর্টের কার্যক্রম শুরু হয়েছে। প্রধানবিচারপতি অফিস করেছেন। তিনি প্রশাসনিক কাজ করেছেন। পাশাপাশি কর্মকর্তাদের সঙ্গে বেশ কিছু গুরুত্বপুর্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। উল্লেখ্য বর্তমানে উচ্চ আদালতে অবকাশ চলছে। গত ২৬ মে থেকে ১৫ জুন পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত অন্যান্য ছুটি এবং কোর্টে অবকাশের কারণে টানা ২১ দিন সুপ্রীমকোর্টের হাইকোর্ট ও আপীল বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৬ জুন উচ্চ আদালত খুলবে। ঐ দিন থেকে যথারীতি শুরু হবে সর্বোচ্চ আদালতের নিয়মিত বিচারিক কার্যক্রম।
×